ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পশ্চিমা কূটনীতিকদের ওপর হামলার আহ্বান এক মার্কিনির

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১১, আগস্ট ১৯, ২০১৩
পশ্চিমা কূটনীতিকদের ওপর হামলার আহ্বান এক মার্কিনির

ঢাকা: পশ্চিমা কূটনীতিকদের ওপর হামলার জন্য সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদার প্রতি  আহ্বান  জানিয়েছেন এক মার্কিন নাগরিক। তিনি গত বছর লিবিয়ায় হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে মেরে ফেলার ঘটনার প্রশংসা করেছেন।

আদম গাদন নামের ওই ব্যক্তি সম্প্রতি ইসলাম ধর্ম গ্রহণ করেন। ক্যালিফোর্নিয়ার এ বাসিন্দা জিহাদি হতে চান।

পশ্চিমা কূটনীতিক হত্যাকারীদের জন্য পুরস্কার ঘোষণার জন্য সম্পদশালী মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

উগ্রবাদী গোষ্ঠীগুলোর ওপর নজর রাখে এমন সংস্থা এসআইটিই জানিয়েছে, আরবি ভাষার একটি ভিডিওতে ৩৯ মিনিটব্যাপী দেয়া বক্তব্যে এ আহ্বান জানান গাদন।

মুসলিম বিশ্বে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি পশ্চিমা দেশের দূতাবাস ও মিশন বন্ধ রাখার কয়েক দিন পরেই এ আহ্বান জানালেন ৩৪ বছর বয়সী আদন।

চলতি মাসের শুরুতে সন্ত্রাসী হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানিসহ কয়েকটি দেশ বাংলাদেশসহ এশিয়া, আফ্রিকার কয়েকটি দেশে কয়েকদিন তাদের দূতাবাস ও মিশন বন্ধ রেখেছিল।

ইয়েমেনে মার্কিন রাষ্ট্রদূতকে হত্যার জন্য পুরস্কারের বিষয়টি উল্লেখ করে এরকম সিনিয়র কূটনীতিকদের হত্যার জন্য ‘ধনী জিহাদিদের’ পুরস্কার ঘোষণা করতে বলেন তিনি।

পশ্চিমাদের ভীরু হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের পুরস্কার ঘোষণা শত্রুদের মনে ভয় জাগাবে।

গত বছর আল-কায়েদার ইয়েমেন শাখা দেশটিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে হত্যাকারীকে ৩ কেজি স্বর্ণ পুরস্কার হিসেবে দেয়ার ঘোষণা দেয়।

আজম আল-আমরিকি নামে পরিচিত গাদনের মাথার জন্য ১০ লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র সরকার।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৩
এসএফআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।