ঢাকা: সামাজিক যোগাযোগ সাইট ফেসবুকের প্রতিষ্ঠাতা স্বয়ং মার্ক জুকারবার্গের ফেসবুক প্রোফাইল হ্যাক করা হয়েছে। খালিদ শেরাত নামের একজন ফিলিস্তিনি তথ্যপ্রযুক্তিবিদ জুকারবার্গের ফেসবুক পাতা হ্যাক করেন।
ফেসবুকের নীতিমালায় রয়েছে, আপনি যদি কারও বন্ধু না হয়ে থাকেন তবে তার ফেসবুকের দেয়ালে কিছু লিখতে পারবেন না। খলিল শেরাত তাঁর প্রোগামিং দক্ষতার সাহায্যে এ একথাটিকে ভুল প্রমাণ করেছেন।
ফেসবুকের কোডে ত্রুটি ‘বাগ’ ধরিয়ে দিতেই প্রদিবাদ স্বরূপ জুকারবার্গের ফেসবুক পাতা হ্যাক করে সেখানে মন্তব্য পোস্ট করেছেন। এর মাধ্যমে খলিল শেরাত প্রমান করতে চেয়েছেন আর বাকি দশটা ফেসবুক অ্যাকাউন্টের মতো জুকারবার্গের অ্যাকাউন্টও দুর্বল এবং সেখানেও মন্তব্য পোস্ট করা যায়।
এর আগে বেশ কয়েকবার ত্রুটি ধরিয়ে দিয়ে রিপোর্ট করলেও ফেসবুকের নিরাপত্তা টিম ‘বাগ’ নয় বলে উড়িঁয়ে দেয়।
জুকারবার্গের ফেসবুক পেইজ হ্যাক করে সেখানে খলিল লিখেন- প্রিয় জুকারকার্গ, আমি প্রথমত প্রাইভেসি ভেঙ্গে আপনার ওয়ালে পোস্ট করার জন্য দু:খিত। প্রকৃতপক্ষে আমার এটা ছাড়া আর কোন পথ ছিল না। কয়েকবার ফেইসবুক টিমে রিপোর্ট করে উপেক্ষিত হয়ে বাধ্য হয়েই এ কাজ করেছি।
এর কয়েক মিনিট পরই ফেসবুকের নিরাপত্তার দায়িত্বে থাকা প্রকৌশলীরা খলিলের সঙ্গে যোগাযোগ তার অ্যাকাউন্ট বন্ধ করে দেয়। পরে অবশ্য অ্যাকাউন্টটি সচল করে দেওয়া হয়।
‘জুকারবার্গের ওয়ালে মন্তব্য পোস্ট করার জন্য ফেইসবুকের শর্ত ভাঙ্গা হয়েছে’ এমন অভিযোগ করে খলিলকে অর্থ পরিশোধে অনিচ্ছা প্রকাশ করে ফেসবুক।
ফেসবুক নিরাপত্তা টিমের প্রধান ম্যাট জোনস বলেন, খলিল যে বাগটি শনিবার চিহ্নিত করেছেন সে সম্পর্কে আমরা আগেই রিপোর্ট পেয়েছে। তাছাড়া খলিলের মতো এমন রিপোর্ট আমরা প্রতিদিনই অসংখ্যবার পাই।
সাধারণত বাগ চিহ্নিত করে সফল রিপোর্ট দিলে পারলে কমপক্ষে পাঁচশ ডলার পুরস্কার দিয়ে থাকে ফেসবুক কর্তৃপক্ষ। এজন্য এ পর্যন্ত দশ লক্ষের বেশি ডলার ব্যয় করেছে ফেসবুক।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৩
সম্পাদনা: কেএইচ/এসআরএস