ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ভারত মহাসাগরে শতাধিক যাত্রী নিয়ে নৌকাডুবি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩১, আগস্ট ২০, ২০১৩
ভারত মহাসাগরে শতাধিক যাত্রী নিয়ে নৌকাডুবি

ঢাকা: ভারত মহাসাগরের ইন্দোনেশিয়া উপকূলে ১০৫ জন যাত্রীবোঝাই একটি নৌকা ডুবে গেছে। ধারণা করা হচ্ছে, এরা সবাই অস্ট্রেলিয়ার ক্রিসমাস দ্বীপ অভিমুখি শরণার্থী ছিল।

তবে যাত্রীদের উদ্ধারকাজ শুরু করেছে অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ। এছাড়া, এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা নিখোঁজের খবর পাওয়া যায়নি।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, সোমবার সকালে অস্ট্রেলিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের ক্রিসমাস দ্বীপ থেকে ২২০ কিলোমিটার উত্তরে নৌকাটি ডুবে যায়। নৌকাটিতে ১০৫ জন যাত্রী ছিল বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার সামুদ্রিক নিরাপত্তা কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার সকালে দুর্ঘটনার খবর দিয়ে সাহায্য চেয়ে একটি বার্তা আসে। অস্ট্রেলিয়ার নৌবাহিনীর একটি জাহাজ ঘটনাস্থলে পাঠানো হলে তারা জানায়, যাত্রীবোঝাই নৌকাটি ডুবে গেছে।

তবে, এই শরণার্থীরা কোন দেশের নাগরিক ছিলেন এ ব্যাপারে কিছু জানা যায়নি।

উল্লেখ্য, ক্রিসমাস দ্বীপটি ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে প্রায় ৫০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এই দ্বীপটি শরণার্থীদের কাছে খুব পরিচিত। শ্রীলঙ্কা, মিয়ানমার এবং থাইল্যান্ডের আশ্রয় প্রার্থী নাগরিকরা দালালদের মাধ্যমে নৌকায় চড়ে এই দ্বীপে পাড়ি দেওয়ার চেষ্টা করে।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৩
জেডএস/এইচএ/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।