ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ত্রিপুরায় রাজিব গান্ধীর জন্মদিন পালিত

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৯, আগস্ট ২০, ২০১৩
ত্রিপুরায় রাজিব গান্ধীর জন্মদিন পালিত

আগরতলা (ত্রিপুরা): ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী রাজিব গান্ধীর জন্মদিন মঙ্গলবার। বেঁচে থাকলে আজ তার বয়স হতো ৬৯ বছর।

সারা দেশেই তার জন্মদিন পালন করা হচ্ছে সদ্ভাবনা দিবস হিসেবে। ত্রিপুরাতেও তার জন্মদিন পালন করছে প্রদেশ কংগ্রেস।

এদিন সকালে রাজধানীর পোস্ট অফিস চৌমুহনীর কংগ্রেস ভবনে পালিত হয় তার জন্মদিন। রাজিব গান্ধীর প্রতিকৃতিকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাজ্য কংগ্রেস নেতারা। রাজ্যের সব জায়গায় এ উপলক্ষে হচ্ছে নানা অনুষ্ঠান।

প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত অনুষ্ঠানে বিধায়ক আশিস সাহা জানান, রাজিব গান্ধী স্বপ্ন দেখেছিলেন ভারতকে উন্নত দেশ হিসেবে গড়ে তোলার। সেভাবে তিনি পদক্ষেপ নিয়েছিলেন। তার স্বপ্নকে পূর্ণ করার উদ্যোগ নিয়েছে বর্তমান কেন্দ্রীয় সরকার। তার জন্মদিনেই খাদ্য সুরক্ষা বিল পাশের উদ্যোগ চলছে দেশে।    

ভারতের ষষ্ঠ প্রধানমন্ত্রী রাজিব গান্ধীর জন্ম ১৯৪৪ সালে। তিনি ভারতের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী। ভারতীয় শিক্ষাব্যবস্থার আধুনিকিকরণ ও উচ্চ শিক্ষার জন্য শিক্ষার জাতীয় নীতি ঘোষণা করেন ১৯৮৬-তে। ১৯৮০-তে রাজনীতিতে সক্রিয়ভাবে অংশ নেন। তবে বোফরস কামান কেনা নিয়ে তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছিল ১৯৮৭ সালে।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৩
টিসি/এএ/জিসিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।