ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

হোয়াইট হাউজে নতুন অতিথি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৪, আগস্ট ২০, ২০১৩
হোয়াইট হাউজে নতুন অতিথি

ঢাকা: সানি নামের নতুন এক অতিথির ঠাঁই হয়েছে হোয়াইট হাউজে। এর মধ্য দিয়ে ওবামা পরিবারের সদস্য সংখ্যাও বাড়লো! সোমবার এ ঘোষণা দিয়েছে হোয়াইট হাউজ।



সেই অতিথি আর কেউ নয়, এক বছর বয়সী নতুন এক পর্তুগিজ মেয়ে-কুকুর সানি । সে প্রেসিডেন্ট বারাক ওবামার পরিবারে থাকা ‘বো’ নামের পুরুষ কুকুরের সঙ্গী হলো।

হোয়াইট হাউজের ওয়েবসাইটে বলা হয়, বোর চেয়ে বয়সে ছোট সানিকে তার বোন হিসেবে একদম মানিয়ে গেছে। সে খুবই অনুরক্ত এবং সবসময়েই খুব উৎফুল্ল থাকে। আর এই উৎফুল্ল স্বভাবের কারণেই প্রেসিডেন্ট পরিবার তার নাম সানি রেখেছে।

ওয়েবসাইটে কুকুর দুটির একসাথে ছবিও প্রকাশ করা হয়েছে। ছবিতে দেখা গেছে, বো ও সানি প্রেসিডেন্ট বাসভবনের দক্ষিণ লনে বিশ্রাম নিচ্ছে।

ঘোষণায় হোয়াইট হাউজ জানায়, ‘আমরা ধারণা করছি, বোকে অনুসরণ করবে সানি এবং ওভাল অফিসে প্রেসিডেন্টকে সঙ্গ দেবে। পরিবারের সদস্যদের সঙ্গে রাতের খাবার পর হাঁটতে বেরোবে এবং এমনকি সময়মতো সে ফার্স্ট লেডির কোলে ঝাঁপিয়ে পড়বে। ’

২০০৯ সালে প্রেসিডেন্ট পরিবারের জন্য ‘বো’ উপহার হিসেবে পাঠান বর্তমানে প্রয়াত সিনেটর এডওয়ার্ড কেনেডি। তিনি ম্যাসাচুসেটস অঙ্গরাজ্য থেকে নির্বাচিত সিনেটর ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৩/আপডেটেড: ১৬২৫ ঘণ্টা, ২০ আগস্ট/আপডেট ১৭৫৫ ঘণ্টা
কেএইচকিউ/আরআইএস/আরআর/জেএম/জিসিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।