ঢাকা, বুধবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আদালত চত্বরে চড় খেলেন টুন্ডা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৭, আগস্ট ২০, ২০১৩
আদালত চত্বরে চড় খেলেন টুন্ডা

ঢাকা: নয়াদিল্লির পাতিয়ালা হাউস আদালত চত্বরে চড় খেলেন জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার বোমা বিশেষজ্ঞ আবদুল করিম টুন্ডা।

স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, মঙ্গলবার টুন্ডাকে আদালতে নিয়ে যাওয়ার সময় পুলিশি বেষ্টনীর মাঝেই হিন্দু সেনা নামের একটি সংগঠনের পাঁচজন কর্মী তার দিকে তেড়ে যায়।

সবাই তার নাগাল না পেলেও একজন পেছন দিক থেকে কষে চড় বসিয়ে দেয় দাউদ ইব্রাহীমের ঘনিষ্ঠ এই বোমা বিশেষজ্ঞের গালে।

তবে পুলিশি হেফাজতে টুন্ডাকে চড় মারার অপরাধে অভিযুক্তদের আটক করা হয়েছে।

গত শুক্রবার ভারত-নেপাল সীমান্ত এলাকা থেকে নয়াদিল্লি পুলিশের হাতে আটক হওয়া টুন্ডার বিরুদ্ধে মুম্বাইয়ের সিরিজ হামলাসহ বেশ কিছু বোমা হামলার অভিযোগ রয়েছে।

পুলিশের জিজ্ঞাসাবাদে লস্কর-ই-তৈয়বার এ সদস্য জানান, সম্প্রতি পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সহযোগিতায় ভারতে জাল মুদ্রা পাচারের ব্যবসা শুরু করছেন তিনি ও দাউদ ইব্রাহীমের ঘনিষ্ঠ সহযোগী ইকবাল কানা।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৩
এইচএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।