ঢাকা, বুধবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

এল-বারাদির বিরুদ্ধে জাতির সঙ্গে প্রতারণার মামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪১, আগস্ট ২০, ২০১৩
এল-বারাদির বিরুদ্ধে জাতির সঙ্গে প্রতারণার মামলা

ঢাকা: মিশরের সদ্য পদত্যাগী অন্তর্বর্তী ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ এল-বারাদি জাতির সঙ্গে ‘বিশ্বাস ভঙ্গের’ অভিযোগে বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন। কায়রোর একটি আদালত সেপ্টেম্বর মাসে এ সংক্রান্ত মামলার বিচারের কার্যদিবস ধার্য করেছে।



কায়রোর হেলওয়ান বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক এল-বারাদির বিরুদ্ধে মামলাটি করেছেন বলে জানিয়েছে মিশরের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আল-আহরাম।

এল-বারাদির বিরুদ্ধে অভিযোগটি হচ্ছে, তিনি ১৪ আগস্ট পদত্যাগ করে জনগণের সঙ্গে ‘প্রতারণা’ করেছেন। লঘু অপরাধের এ অভিযোগ প্রমাণিত হলে আন্তর্জাতিক পরমাণু সংস্থার (আইএইএ) সাবেক প্রধানকে এক হাজার ৪৩০ মার্কিন ডলার জরিমানা দিতে হবে।

সদ্য ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির অন্যতম বিরোধী ছিলেন পশ্চিমা শিক্ষায় শিক্ষিত এল-বারাদি।

মুরসিকে ক্ষমতাচ্যুত করার পেছনে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। ৩ জুলাই সেনাবাহিনীর প্রধান আবদেল ফাত্তাহ আল-সিসি মুরসিকে সরিয়ে দেয়ার পর অন্তর্বর্তী সরকারের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পান শান্তিতে নোবেল জয়ী এল-বারাদি।

মুরসির পতনে মূল ভূমিকা পালনকারী জাতীয় ঐক্য ফ্রন্টের (ন্যাশনাল স্যালভেশন ফ্রন্ট) সাবেক মুখপাত্র খালেধ দাউদ বলেছেন, আদালতে মামলা তোলার ব্যাপারে প্রসিকিউটর জেনারেলের সিদ্ধান্ত সম্ভবত দেশের বর্তমান মেরুকরণকৃত পরিবেশরই প্রভাব।

তিনি বলেছেন, ‘এটি মিশরের বর্তমান পরিস্থিতির প্রতিফলন। আপনি কোনো স্বতন্ত্র অবস্থান নিতে পারেন না বা অন্য কোনো কিছু করলেই জাতীয় বিশ্বাস ভঙ্গকারী হিসেবে বিবেচনা করা হবে আপনাকে। ’

মুরসিকে ক্ষমতায় পুনর্বহালের দাবিতে আন্দোলনরদের ওপর ১৪ আগস্ট সেনা অভিযানে শত শত লোক নিহত হওয়ার ঘটনার পর পদত্যাগ করেন মোহাম্মদ এল-বারাদি। ইতোমধ্যে দেশও ছেড়েছেন তিনি।

গত শুক্রবার জুমার নামাজের পর মুরসির দল মুসলিম ব্রাদারহুডের সমর্থকরা বিক্ষোভ বের করলে পুলিশ ও সেনাবাহিনীর গুলিতে শতাধিক লোক নিহত হয়। মঙ্গলবার মুসলিম ব্রাদারহুডের প্রধান মোহাম্মদ বদিইকে সহিংসতায় উস্কানি দেয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

মিশরের পরিস্থিতিতে এমন পর্যায়ে গেছে যে, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন দেশটির সরকারের কার্যকলাপের নিন্দা জানাচ্ছে।

বাংলাদেশ সময়: ২২৩৫ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৩
এসএফআই/আরকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।