ঢাকা, বুধবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

চীনে বন্যায় নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩২, আগস্ট ২১, ২০১৩
চীনে বন্যায় নিহত ২১

ঢাকা: উত্তরপশ্চিম চীনের কিনঘাই প্রদেশে ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় ২১ জন নিহত হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ৩ জন।

স্থানীয় কর্তৃপক্ষ বুধবার এ তথ্য জানায়।

কিনঘাই প্রদেশের দক্ষিণপশ্চিমে উলানের মঙ্গোল ও তিব্বত স্বায়ত্তশাসিত হাইজিতে স্থানীয় সময় মঙ্গলবার ৭টার দিকে হঠাৎ ঝড়োবৃষ্টি শুরু হয়। বৃষ্টির সাথে সাথে পরতে থাকে বড় আকারের শিলা। এই ঝড়ো শিলাবৃষ্টি সৃষ্ট বন্যা ভাসিয়ে নিয়ে যায় ২০ জন নির্মাণ শ্রমিককে।

শ্রমিকরা ওই সময় একটি নির্মাণ সাইট মেরামতে কাজ করছিলেন।

বুধবার সকালে স্থানীয় কর্তৃপক্ষ বন্যায় ২১ জন নিহতের তথ্য নিশ্চিত করে।   বন্যায় আহত আরও ৭ জনকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

চীনে বন্যায় নিহতের সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে। দেশটিতে সাম্প্রতিক বন্যায় কমপক্ষে ২০০ জন নিহত ও নিখোঁজ রয়েছেন। গৃহহারা হয়েছেন অসংখ্য মানুষ।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৩
কেএইচকিউ/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।