ঢাকা, বুধবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইরাকে পৃথক গাড়ি বোমা বিস্ফোরণে নিহত কমপক্ষে ১০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫২, আগস্ট ২১, ২০১৩
ইরাকে পৃথক গাড়ি বোমা বিস্ফোরণে নিহত কমপক্ষে ১০

ঢাকা: ইরাকে পৃথক গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৮০ জন।

মঙ্গলবার গাড়ি বোমা বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

বিস্ফোরণের প্রথম ঘটনাটি ঘটে দক্ষিণ ইরাকের আমারা শহরে। বাগদাদের ৩০০ কি.মি. দক্ষিণে আমারা শহরের বাণিজ্যিক এলাকায় ১০ মিনিটের ব্যবধানে পরপর দুটি গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে ৪ জন নিহত হয়। আহত হয় আরও ৪২ জন।

স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘বিস্ফোরণটি অনেক শক্তিশালী ছিল। এ কারণে পার্কিং লট ও গাড়িগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দুটি বিস্ফোরণ ঘটে এবং মানুষ খুব দ্রুত ওই এলাকা ত্যাগ করে। এটা আসলে প্রমাণ করে যে, তারা আগের বিস্ফোরণগুলো থেকে কোন শিক্ষা নেয়নি। ’

অন্য একটি হামলায় ইসকানাদারিয়া শহরে একটি পার্কিং লটে দুটি গাড়ি বোমা বিস্ফোরণে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৮ জন।

গাড়ি বোমা বিস্ফোরণের তৃতীয় ঘটনাটি ঘটে দেশটির দক্ষিণে নাসিরিয়া শহরে একটি পাওয়ার প্লান্টে। এ বিস্ফোরণে ৩ জন নিহত ও ২১ জন আহত হয়।

তিন জন চিকিৎসা কর্মকর্তা নিহত ও হতাহতদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে তিন কর্মকর্তাই নাম না প্রকাশ করার শর্তে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ছয় মাসে ইরাকজুড়ে সহিংসতায় ৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৩
কেএইচকিউ/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।