ঢাকা, বুধবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

হোসনি মোবারককে মুক্তি দেওয়ার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৯, আগস্ট ২১, ২০১৩
হোসনি মোবারককে মুক্তি দেওয়ার নির্দেশ

ঢাকা: মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারককে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন রাজধানী কায়রোর একটি আদালত।

মোবারকের আইনজীবীদের উদ্ধৃতি দিয়ে বুধবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম আল-আহরাম থেকে ‘উৎকোচ’ গ্রহণ করার একটি মামলার শুনানির পর মোবারককে মুক্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়।



তবে, তিনি কখন মুক্ত হবেন এ ব্যাপারে বুধবার বিকেল পর্যন্ত কিছু জানা যায়নি। তাছাড়া, রাষ্ট্রপক্ষ এই রায়ের ওপর আপিল করতে পারবেন।

সংবাদ মাধ্যম জানায়, আরব বসন্তের সময় বিক্ষোভকারীদের হত্যা বন্ধ করতে ব্যর্থ হওয়ার একটি মামলায় ৮৫ বছর বয়সী এই স্বৈরশাসককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তবে ওই রায়ের বিরুদ্ধে আপিল করায় পুনর্বিচার শুরু করার নির্দেশ দেন সর্বোচ্চ আদালত।

মামলাটির পুনর্বিচার গত মে মাসে শুরু হয়। ধারণা করা হচ্ছে, সেনাসমর্থিত অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকায় সাবেক এই সেনা শাসক সর্বোচ্চ সুবিধা ভোগ করবেন, এমনকি এই মামলায়ও জামিন পেয়ে যাবেন তিনি। অবশ্য, সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে আটকাদেশ বাড়াতে নতুন একটি মামলায় অভিযোগ জমা দিয়েছে রাষ্ট্রপক্ষ।

বিশ্লেষকরা বলছেন, মোবারক যদি মুক্তি পেয়ে যান তবে এই বার্তাটিই স্পষ্ট হবে যে ২০১১ সালে বিতাড়িত সামরিক শাসন আবার চেপে বসছে আরব রাষ্ট্রটির ঘাড়ে।

উল্লেখ্য, আরব বসন্তের সময় হোসনি মোবারককে ক্ষমতাচ্যুত করে ক্ষমতায় বসেন মুসলিম ব্রাদারহুড সমর্থিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি। কিন্তু গত ৩ জুলাই সেনা অভ্যুত্থানে মুরসি ক্ষমতাচ্যুত হলে মোবারকের মুক্তি পাওয়ার বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে।

৩০ বছর ধরে মিশরকে ক্ষমতায় থাকা এই স্বৈরশাসক বর্তমানে কায়রোর উপকণ্ঠে একটি কারাগারে বন্দি আছেন।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৩/আপডেটেড ১৯৪৩ ঘণ্টা
এইচএ/আরকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।