ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আগরতলায় ভারত বাংলা সীমান্ত সম্মেলন শুরু

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৭, আগস্ট ২২, ২০১৩
আগরতলায় ভারত বাংলা সীমান্ত সম্মেলন শুরু

আগরতলা(ত্রিপুরা): বৃহস্পতিবার সকালে আগরতলায় শুরু হয়েছে ভারত বাংলা সীমান্ত সম্মেলন। আগরতলা সার্কিট হাউসে সকাল দশটায় শুরু হয় ৮২ তম এই সম্মেলন।

ভারত-বাংলা যৌথ সীমান্ত সম্মেলনে দুই দেশের ভুমিতথ্য ও জরিপ বিভাগের উচ্চপদস্থ আধিকারিকরা যোগদান করেছেন।

অন্তরাষ্ট্রীয় যৌথ এই সম্মেলন প্রতি বছরই অনুষ্ঠিত হয়। ৮১ তম সম্মেলন হয়েছিল বাংলাদেশের রাজধানী ঢাকায়। বাংলাদেশের সাথে ত্রিপুরার স্থল সীমান্তের দৈর্ঘ্য ৮৫৬ কিলোমিটার। আন্তর্জাতিক এই সীমান্তে পিলার রয়েছে মোট পাঁচশটি। যার নম্বর এক হাজার আটশ থেকে দুই হাজার তিনশ। এই যৌথ সীমানা সম্মেলনে বর্তমান এই পিলার গুলির অবস্থান, হারিয়ে যাওয়া পিলারের সঠিক স্থান নির্ধারণসহ নতুন পিলার বসানো নিয়ে আলোচনা হবে। আলোচনা হবে সীমান্ত এলাকায় যেখানে পিলার অনুপস্থিত সেখানে পুনঃ জরিপের বিষয়েও।  

এই বৈঠকে বাংলাদেশের আধিকারিকদের মধ্যে উপস্থিত রয়েছেন ডাইরেক্টর জেনারেল ল্যান্ড রেকর্ডস অ্যান্ড সার্ভে বাংলাদেশের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল মান্নান, ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কানিজ মৌলা, মোহাম্মদ খালিলুর রহমান ও  মোহাম্মদ ফেরদৌস হোসেন। ভারতের পক্ষে রয়েছেন এন আর বিসওয়াল, চন্দ্রকান্ত পন্থ, এম কে নাথ, মানবেন্দ্র চক্রবর্তী, স্বপন দাস এবং অভিজিত দাস প্রমুখ।

এদিন বৈঠক শুরুর আগে সাংবাদিকদের বাংলাদেশের মোহম্মদ আব্দুল মান্নান জানান, ভারত এবং বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এই সম্পর্কের টানেই সীমান্ত সম্পর্কিত যে সব সমস্যা রয়েছে তা সমাধান করা উচিত। আর সীমান্ত সমস্যা সমাধানের ব্যাপারে উদ্যোগী দুই দেশ।

ভারত বাংলা সীমান্ত সম্মেলন চলবে তিন দিন। তিন দিনের এই সম্মেলনে ২০১২-১৩ বছরের কাজের অগ্রগতি নিয়ে আলোচনা হবে। তেমনি ২০১৩-১৪ সালের কর্মপন্থাও ঠিক হবে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৩
এনএস/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।