ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫০, আগস্ট ২২, ২০১৩
ইন্দোনেশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৯

ঢাকা: ইন্দোনেশিয়ার একটি সড়ক দুর্ঘটনায়  কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১২ জন।

দেশটির পশ্চিম জাভায় একটি প্রাইভেট কার ও একটি যাত্রীভর্তি বাসের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
সংঘর্ষে বাস ও প্রাইভেট কারটি নদীতে পড়ে যায়।

বুধবার রাজধানী জাকার্তার একটি গির্জা থেকে বাসে উঠে পাহাড়ি রিসোর্ট ভ্রমণ শেষে যাত্রীরা আবার ওই বাসে করেই গির্জায় ফিরছিলেন। ফেরার সময় পশ্চিম জাভা প্রদেশে সড়ক দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় পুলিশের মুখপাত্র মার্টিনাস সিটোম্পুল সংবাদ সংস্থা এএফপিকে এ তথ্য জানান।

এএফপিকে তিনি বলেন, ‘আমরা এ অস্বাভাবিক দুর্ঘটনার ব্যাপারে তদন্ত করছি। দুর্ঘটনায় বাস চালক গুরুতর কোন আঘাত পাননি। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ’

ওই এলাকার ট্রাফিক পুলিশ প্রধান মুহাম্মদ ছানিয়াগো জানান, বাসটি একটি ছোট প্রাইভেট কারকে সজোরে ধাক্কা দেয়ার পর রাস্তার পাশে একটি ভবন ভেঙ্গে উভয় বাহনই সিসারুয়ার একটি নদীতে পড়ে যায়। বাহন দুটি নদীর ৮ মিটার নীচে নিচে চলে গিয়েছিল।

স্থানীয় একটি সম্প্রচার মাধ্যমে দেখানো হয়েছে বাস ও প্রাইভেট কারটি পানিতে পড়ে রয়েছে। তবে বাস চালক কিভাবে বেঁচে গেলেন এটা এখনো জানা যায়নি।

নিহতদের বেশিভাগই দুর্ঘটনার সাথে সাথে মারা গেছেন। আহতদের তাৎক্ষনিকভাবে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

দুর্বল নিরাপত্তা ও অবকাঠামো মানের কারণে সড়ক দুর্ঘটনা ইন্দোনেশিয়ার প্রতিদিনকার ঘটনায় পরিণত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৩
কেএইচকিউ/এডিবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।