ঢাকা: দুই ইরানিকে কারাগারে পাঠাল থাইল্যান্ডের একটি আদালত। গত বছরের ফেব্রুয়ারিতে দেশটির রাজধানী ব্যাংককে একটি বোমা হামলার চক্রান্তে জড়িত থাকার সন্দেহে তাদেরকে শাস্তি দেয় থাই আদালত।
ওই দুই ইরানি নিজেদের নির্দোষ দাবি করলেও অবৈধ বিস্ফোরকদ্রব্য রাখার অপরাধে আদালতে তারা দোষী প্রমাণিত হন।
এদের মধ্যে একজন পুলিশের দিকে বোমা ছুড়তে গিয়ে নিজের পা হারিয়েছেন।
ব্যাংককের একামাই অঞ্চলে বোমা বিস্ফোরণের ঘটনায় ছয় জন সন্দেহভাজনের তালিকায় এই দু’জন ছিল।
থাইল্যান্ডের পুলিশ ধারণা করছে, থাইল্যান্ডে অবস্থানরত ইসরায়েলি কূটনৈতিকদের হত্যার জন্য যে দলটি থাইল্যান্ডে পাঠানো হয়েছিল। এই দু’জন সেই দলের সদস্য।
ভারত ও জর্জিয়াতে ইসরায়েলি কূটনৈতিকদের ওপর বোমা হামলার ঠিক একদিন পরেই ব্যাংককে বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণে ৫ জন গুরুতর আহত হয়েছিলেন।
সাঈদ মোরাদিকে (২৯) বিস্ফোরকদ্রব্য বহন, ব্যবহারসহ হত্যা চেষ্টার অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে আদালত। তাকে বোমা হামলার সময় ঘটনাস্থল থেকেই গ্রেফতার করে পুলিশ।
মোরাদি জানায়, সে বিস্ফোরকদ্রব্য শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দিতে চেয়েছিল।
থাইল্যান্ড থেকে মালেয়শিয়া যাবার সময় মোহাম্মদ খাজায়িকে (৪৩) ব্যাংককের প্রধান বিমানবন্দর থেকে আটক করে পুলিশ। বিস্ফোরকদ্রব্য রাখার অপরাধে তাকে ১৫ বছরের কারাদণ্ড দেয় আদালত।
খাজায়ি জানায়, সে কোন বিদ্রোহী দলের সদস্য না।
ওই দুই ব্যক্তির আইনজীবী জানান, তিনি তাদের পরিবারের সাথে কথা বলে আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নেবেন।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৩/আপডেটেড: ১৫৫০ ঘণ্টা
কেএইচকিউ/এমজেডআর