ঢাকা: আজকে আমরা অনেকেই মোবাইলে বা ফেসবুকে কিংবা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে খুদে বার্তা লিখি, খুদে বার্তাকে আরও খুদে করতে শব্দকে সংক্ষেপে লিখি ।
মনে করি, এ শব্দ সংক্ষেপ আমাদেরই পত্তন ! কিন্তু এর আগেও একজন এ খুদে বার্তা ব্যবহার করেছিলেন।
এক শতাব্দীরও আগে রানী ভিক্টোরিয়ার জীবনের শেষ সময়ে লেখা কতগুলো চিঠি পাওয়া গেছে। ওইসব চিঠিতে দেখা গেছে, তিনি ইংরেজি ‘should’ ও ‘would’ শব্দের পরিবর্তে লিখতেন যথাক্রমে ‘shd’ ও ‘wd’।
বালমোরাল সফর নিয়ে একটি নোটে তিনি লিখেছিলেন, ‘I have never invited the Duke of Atholl to come over with his men and I think it wd. be better not to do so this year. It wd. entail the encampment of his men in our grounds wh. wd. be inconvenient.’
শুধু এটিই নয়, এর আরও অনেক চিঠিতে পাওয়া গেছে রানীর এ শব্দ সংক্ষেপ ব্যবহার। ১৯০১ সালের ২২ জানুয়ারি মারা যাওয়ার আগে ভিক্টোরিয়ার হাতে লেখা চিঠিগুলো খতিয়ে দেখার সময় নজরে পড়েছে তার শব্দ সংক্ষেপ ব্যবহার।
সম্প্রতি এডিনবার্গে এক নিলামে প্রত্যাশিত ৭ হাজার পাউন্ডের দ্বিগুণ ১৫ হাজার পাউন্ডে এসব চিঠি বিক্রি হয়েছে।
মৃত্যুর আগ পর্যন্ত ব্রিটেনের রানী হিসেবে দায়িত্ব পালন করেন ১৮৩৭ সালের ২০ জুন রানী ভিক্টোরিয়া। তিনি ভারতের সম্রাজ্ঞী নামেও পরিচিত ছিলেন। রাজা তৃতীয় জর্জের চতুর্থ ছেলে প্রিন্স এডওয়ার্ডের মেয়ে ছিলেন তিনি।
বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৩
এসএফআই/জেসিকে