ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মুম্বাইয়ে ধর্ষণের পেছনে বাংলাদেশি অভিবাসীরা?

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৮, আগস্ট ২৩, ২০১৩
মুম্বাইয়ে ধর্ষণের পেছনে বাংলাদেশি অভিবাসীরা?

ঢাকা: ভারতের মুম্বাইয়ে অপরাধ বাড়ার পেছনে বাংলাদেশি অভিবাসীদের দায়ী করেছে শিবসেনা। মুম্বাইয়ে এক নারী ফটোসাংবাদিক গণধর্ষণের শিকার হওয়ার ঘটনায় বাংলাদেশি অভিবাসীদের সংশ্লিষ্টতার অভিযোগও করেছে ভারতের কট্টর জাতীয়তাবাদী এ হিন্দু সংগঠনটি।



শিবসেনার নেতা সঞ্জয় রাউত বলেন, ‘শহরে অনেক বাংলাদেশি অভিবাসী রয়েছে। অভিবাসীদের সঠিক তথ্যাদি নেই। অনেকগুলো অবৈধ কলোনি গড়ে উঠেছে, অপরাধেরও হারও বেড়েছে। একমাত্র যদি পুলিশ ও কর্তৃপক্ষ কঠোর হয় তাহলে পরিস্থিতির উন্নতি হবে। ’

ভারতে ‘চরমপন্থি’ হিসেবে পরিচিত শিবসেনার ভিত্তি মহারাষ্ট্র হলে ভারতের বিভিন্ন অংশে নিজেদের অস্তিত্ব বিস্তারে কাজ করছে দলটি। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক মোর্চায় (এনডিএ) থেকে একাধিকবার মহারাষ্ট্রের শাসন ক্ষমতায় গেছে ‘উগ্র কট্টরপন্থি’ এ দলটি।

মুম্বাইয়ের নারী ফটোসাংবাদিক গণধর্ষণের শিকার হওয়ার ঘটনার নিন্দা জানিয়েছেন বিভিন্ন দলের নেতারা। অনেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করেছেন।

বৃহস্পতিবার মুম্বাইয়ের দক্ষিণে পারেল এলাকার জীর্ণকায় শক্তি মিলস ভবনের ওপর ফিচার প্রতিবেদনের ছবি সংগ্রহ করতে গিয়ে সেখানে গণধর্ষণের শিকার হন ২৩ বছর বয়সী এক নারী। তিনি একটি ইংরেজি সাময়িকীর ফটো সাংবাদিক।

অভিযুক্ত পাঁচজনের একটি স্কেচ অঙ্কণ করেছেন তিনি। ইতোমধ্যে ভারতের সংবাদ মাধ্যমগুলোতে তাদের ছবি প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৩
এসএফআই/জিসিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।