ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

করাচিতে নিখোঁজ সাংবাদিকের মৃতদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৩
করাচিতে নিখোঁজ সাংবাদিকের মৃতদেহ উদ্ধার

ঢাকা: পাকিস্তানের বন্দর নগরী করাচিতে পাঁচ মাস আগে নিখোঁজ হওয়া এক সাংবাদিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশ কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে শুক্রবার স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, বেলুচিস্তানের উর্দুভাষী দৈনিক ‘তাওয়ার’র সাংবাদিক হাজী আবদুল রাজ্জাক বালুচের মৃতদেহটি করাচির উপকণ্ঠে একটি আবর্জনা ডাস্টবিন থেকে উদ্ধার করা হয়েছে।

পাঁচ মাস আগে লয়ারি এলাকার নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়েছিলেন তিনি।

পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, মৃতদেহের পাশে একটি ক্ষুদে বার্তা দিয়ে সাংবাদিক রাজ্জাককে চিহ্নিত করে রেখে যায় হত্যকারীরা।

কর্মকর্তারা জানান, শরীরের প্রায় সব স্থানে আঘাত করায় তাকে চিহ্নিত করতে পরিবারের সদস্যদেরও বেগ পেতে হয়েছে।

জানা গেছে, তাওয়ার পত্রিকার সহ-সম্পাদক পদে কাজ করা রাজ্জাক বেলুচ সম্প্রদায়ের লোক ছিলেন।

এ হত্যাকাণ্ডের ঘটনায় নিন্দা ও উদ্বেগ জানিয়েছে মানবাধিকার ও সাংবাদিক সংগঠনগুলো।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৩
এইচএ/আরকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।