ঢাকা: সিরিয়া থেকে ১০ লাখ শিশু পালিয়ে গিয়ে শরণার্থী হিসেবে জীবনযাপন করছে বলে জানিয়েছে জাতিসংঘ।
এ সংখ্যাকে ‘লজ্জাজনক মাইলফলক’ হিসেবে উল্লেখ করেছে জাতিসংঘের সংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজি (ইউএনএইচসিআর)।
ইউএনএইচসিআর ও ইউনিসেফ জানিয়েছে, আরও ২০ লাখ শিশু দেশের মধ্যেই আশ্রয়চ্যুত হয়েছে। জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেছেন, সিরিয়ার চলমান সহিংসতায় এক লাখের বেশি লোক নিহত হয়েছে।
দামেস্কের নিকটে রাসায়ণিক অস্ত্র ব্যবহারের বিষয়টি ‘দেড়ি’ না করে তদন্ত করার আহ্বান জানিয়েছেন তিনি।
এজন্য সংস্থার নিরস্ত্রীকরণ বিষয়ক কর্মকর্তা অ্যাঞ্জেলা কেনকে দামেস্কে পাঠিয়েছেন জাতিসংঘ মহাসচিব।
মানবাধিকার কর্মীরা বলছেন, বুধবারের হামলায় শত শত লোক নিহত হয়েছে।
জাতিসংঘের হিসাবে, শরণার্থীদের অর্ধেক এখন শিশু। আর এসব শিশুর তিন-চতুর্থাংশের বয়স ১১-এর নিচে।
ইউএনএইচসিআরের অ্যান্থনিও গুটেরেস বলেন, সিরিয়ার শিশুরা তাদের ঘর, পরিবারের সদস্য ও ভবিষ্যতকে হারাচ্ছে। নিরাপত্তার আশায় দেশ ছাড়লেও তাদের মনে ক্ষত থাকছে, তারা হতাশ।
জাতিসংঘ জানায়, ঘরছাড়া সিরীয় শিশুদের অধিকাংশই লেবানন, জর্ডান, তুরস্ক, ইরাক ও মিশরে প্রবেশ করেছে। উত্তর আফ্রিকা ও ইউরোপের দেশগুলোতে সিরীয়দের সংখ্যা বাড়ছে।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৩
এসএফআই/আরকে