ঢাকা: লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণে একটি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, বৃহস্পতিবার ইসরায়েলের উত্তরাঞ্চলে জঙ্গিদের রকেট হামলার একদিন পর শুক্রবার ভোরে এই পাল্টা হামলা চালাল দেশটির বিমানবাহিনী।
ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হচ্ছে, বৈরুত ও সিডনের মাঝামাঝি সন্ত্রাসী এলাকা থেকে বৃহস্পতিবার রকেট হামলা চালানোর পর এই জবাব দিয়েছে বিমানবাহিনী।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, ২০০৬ সালে সংগঠিত লেবাননের সামরিক সংগঠন হেজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধের পর এই প্রথম বিমান হামলা চালিয়ে স্বীকার করেছে ইসরায়েল।
পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন-জেনারেল কমান্ড’র লেবানন শাখার কর্মকর্তা রামেজ মুস্তাফা জানিয়েছেন, শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে এ হামলা চালানো হয়। তবে এখন পর্যন্ত কোনো ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরায়েলি বিমান বাহিনী একটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলেও জানান তিনি।
মুস্তাফা আরও বলেন, বৈরুতের ১৬ কিলোমিটার দক্ষিণে উপকূলীয় শহর নামিহ’র কাছে এই বিমান হামলা চালানো হয়। এখানে স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের একটি ঘাঁটি রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
বিমান হামলার পর ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, গতকালের হামলা ইসরায়েলি সার্বভৌমত্বকে মারাত্মকভাবে লঙ্ঘন করেছে এবং নাগরিক জীবনযাত্রাকে হুমকির মুখে ঠেলে দিয়েছে। লেবানিজ অঞ্চল থেকে কোনো ধরনের সন্ত্রাসী আক্রমণ সহ্য করবে না ইসরায়েল।
এর আগে বৃহস্পতিবার লেবানন অঞ্চল থেকে ইসরায়েলি ভূ-খণ্ড লক্ষ্য করে চারটি রকেট হামলা চালায় জঙ্গিরা। কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও একটি বাড়ি বিধ্বস্ত হয়ে যায় বলে জানায় সংবাদ মাধ্যমগুলো
বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৩
এইচএ/আরকে