ঢাকা, বুধবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ভারতের ৩৩৭ নাগরিককে মুক্তি দিল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৭, আগস্ট ২৩, ২০১৩
ভারতের ৩৩৭ নাগরিককে মুক্তি দিল পাকিস্তান

ঢাকা: বিবাদমান কাশ্মীরের বিতর্কিত নিয়ন্ত্রণ রেখায় (লাইন অব কন্ট্রোল) গুলি বিনিময়ের জেরে উত্তেজনা বাড়লেও দু’দেশের সম্পর্কোন্নয়নের ইঙ্গিত হিসেবে ভারতের ৩৩৭ জন কারাবন্দি নাগরিককে মুক্তি দিয়েছে পাকিস্তান।

দক্ষিণ সিন্ধ প্রদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সুজা হায়দারের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে শুক্রবার ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, মালির কারাগার থেকে ৩২৯ জন বন্দি ও লান্ধি কারাগার থেকে আরও ৮ জনকে মুক্তি দেওয়া হয়েছে।



তবে মালির কারাগারের একজন বন্দির নাগরিকত্ব নিয়ে সংশয় থাকায় তাকে মুক্তি দেওয়া হয়নি বলে জানান সুজা হায়দার।

কারাভোগ করা এসব ভারতীয় নাগরিকদের বেশির ভাগই পেশায় জেলে। জানা যায়, বিতর্কিত সির ক্রিক অঞ্চল পার হয়ে পাকিস্তানি জলসীমায় প্রবেশ করার সময় তাদের আটক করে দেশটির নৌবাহিনী।

সুজা হায়দার জানান, কারাগার থেকে মুক্তি দিয়ে ভারতীয় পররাষ্ট্র দপ্তরের সহযোগিতায় বন্দিদের ৮টি শীতাতপ নিয়ন্ত্রিত বাসে করে লাহোর পাঠানো হয়েছে।

শনিবার সদ্য মুক্তি লাভ করা এসব বন্দিকে ওয়াগাহ সীমান্তে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৩
এইচএ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।