ঢাকা, বুধবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

রয়েল বেবির নামানুসারে শজারুর নাম

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৭, আগস্ট ২৩, ২০১৩
রয়েল বেবির নামানুসারে শজারুর নাম

ঢাকা: ব্রিটিশ রাজ পরিবারের নতুন অতিথির নামানুসারে বিরল প্রজাতির তিনটি শজারুর নাম রাখা হয়েছে জর্জ, আলেক্সজান্ডার এবং লুইস। রাশিয়ার একটি চিড়িয়াখানায় জন্ম নেওয়া এই বিশেষ প্রাণীগুলোর নাম রেখেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।



বিবিসি অনলাইন জানায়, রাজপরিবারের নতুন অতিথি এবং এই প্রাণী তিনটি একই দিন জন্মগ্রহণ করায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই ঘটনার পর চিড়িয়াখানায় শজারু তিনটি দেখতে দর্শনার্থীদের উপচেপড়া ভীড় লক্ষ্য করা গেছে।

২৩ জুলাই সোমবার লন্ডনের স্থানীয় সময় বিকেল চারটা চব্বিশ মিনিটে ব্রিটিশ সিংহাসনের নতুন উত্তরাধিকারী পৃথিবীর আলোর মুখ দেখে। এর দুই দিন পর বুধবার রয়েল বেবির নাম রাখা হয় প্রিন্স জর্জ আলেকজান্ডার লুইস।

তাকে প্রিন্স জর্জ অব ক্যামব্রিজ নামে ডাকা হয়।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৩
কেএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।