ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

লেবাননের ত্রিপলিতে বিস্ফোরণে নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৩
লেবাননের ত্রিপলিতে বিস্ফোরণে নিহত ২০

ঢাকা: লেবাননের উত্তরাঞ্চলীয় শহর ত্রিপলিতে দু’টি বিস্ফোরণের ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির বেসামরিক দাতব্য সংস্থা রেড ক্রস। এছাড়া এ ঘটনায় আরও দুই শতাধিক লোক আহত হয়েছে বলেও জানা গেছে।



প্রশাসনিক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, শুক্রবার জুমার নামাজের পর শহরের প্রসিদ্ধ আল-তাকওয়া মসজিদে বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় মসজিদটিতে উপস্থিত ছিলেন সুন্নি সম্প্রদায়ের প্রখ্যাত ধর্মগুরু শেখ সালেম রাফি। তবে বিস্ফোরণের পর তার অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি।

এ হামলার পাঁচ মিনিট পর পার্শ্ববর্তী আল-সালাম মসজিদে দ্বিতীয় বিস্ফোরণ ঘটানো হয়।

এসব বিস্ফোরণে কী ধরনের বোমা ব্যবহার করা হয়েছে অথবা কারা এ হামলা চালিয়েছে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

সংবাদ মাধ্যমগুলো বলছে, প্রতিবেশি দেশ সিরিয়ার গৃহযুদ্ধের কারণে শিয়া ও সুন্নিসহ বিভিন্ন সম্প্রদায়ের লোক অধ্যুষিত লেবাননে সাম্প্রদায়িক বিভাজন গুরুতর আকার ধারণ করেছে। সম্প্রতি এ ধরনের হামলার ঘটনাও বেড়ে গেছে।

বিস্ফোরণের পর ঘটনাস্থলে সরকারি অ্যাম্বুলেন্স পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে।

আন্তর্জাতিক সংবাদ সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশিত ভিডিও ও আলোকচিত্রে ঘটনাস্থল থেকে কালো ধোঁয়া উড়তে দেখা যায়।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৩
এইচএ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।