ঢাকা, বুধবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

প্রাকৃতিক দুর্যোগ নিয়ে আতঙ্কিত ব্রিটিশরা

মীম নোশিন নাওয়াল খান, কন্ট্রিবিউটিং এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৪, আগস্ট ২৩, ২০১৩
প্রাকৃতিক দুর্যোগ নিয়ে আতঙ্কিত ব্রিটিশরা

ঢাকা: প্রতি পাঁচ জনে একজন ব্রিটিশ নাগরিক প্রাকৃতিক দুর্যোগের কথা ভেবে আতঙ্কিত থাকেন। তারা মনে করেন যেকোন সময় দুর্যোগে বাড়িসহ সবকিছু হারাতে পারেন তারা।



সম্প্রতি দেশটির এক টিভি চ্যানেলের জন্য করা এক জরিপে এমন তথ্য প্রকাশিত হয়েছে। জরিপে দুই হাজার ব্রিটিশ নাগরিক অংশ নেন।

এ জরিপের মাধ্যমে ব্রিটিশরা যেসব প্রাকৃতিক দুর্যোগের কথা ভেবে সবচেয়ে বেশি ভয় পায় তার একটি তালিকা প্রকাশ করা হয়েছে।

তালিকার প্রথম স্থানে রয়েছে বন্যা। জরিপে অংশ নেওয়া ৫১ শতাংশ ব্রিটিশ আতঙ্কিত হন এই ভেবে যে, বন্যায় তাদের বাড়িঘর ভেসে যাবে।

এর পরের অবস্থানেই রয়েছে বরফে জমে যাওয়ার ভয়। ৩৮ শতাংশ মানুষ দুশ্চিন্তা করেন এই ভেবে যে, তাদের কাছের মানুষেরা অতিরিক্ত শীতল আবহাওয়ায় জমে মারা যাবেন।

তৃতীয় অবস্থানে রয়েছে ভূমিকম্প। ভূমিকম্প যুক্তরাজ্যে হয় না বললেই চলে। কিন্তু ২১ শতাংশ মানুষ মত দিয়েছেন তারা ভূমিকম্প ভয় পান।

২১ শতাংশ মানুষের ভোট পেয়েই পরবর্তী স্থানে আছে খরা। এরপর যথাক্রমে রয়েছে গ্রহাণু বিস্ফোরণ (২০%), তাপপ্রবাহ (১৭%), সুনামি (১৫%), ভূমিধস (১২%), টর্নেডো (১১%) এবং আগ্নেয়গিরি অগ্ন্যুপাত (৭%)।
জরিপের শীর্ষ ১০ প্রাকৃতিক দুর্যোগের তালিকাটি বিশ্লেষণ করেছেন লন্ডনের কিংস কলেজের ন্যাচারাল এন্ড এনভায়রনমেন্ট বিভাগের অধ্যাপক ড. ব্রুস মাহমুদ।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৩
এএ/ কেএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।