ঢাকা: বলিভিয়ার উত্তরাঞ্চলের একটি কারাগারে দাঙ্গায় অন্তত ২৯ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে অর্ধশতাধিক ব্যক্তি।
দেশটির পুলিশের প্রধান কর্মকর্তা আলবার্তো জর্জ আরাসেনার উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সকালে সান্তা ক্রুজ শহরের পালমাসোলা কারাগারের কঠোর নিরাপত্তা বেষ্টনী এলাকায় দু’পক্ষের মধ্যে শুরু হওয়া দাঙ্গায় হতাহতদের অনেকের শরীর মারাত্মকভাবে পুড়ে গেছে।
জর্জ আরাসেনা জানান, এক ব্লকের বন্দিরা অপর ব্লকটি গুড়িয়ে দিয়েছে। তবে সহিংসতা দমাতে পদক্ষেপ নেয় নিরাপত্তা বাহিনী।
স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, বিস্ফোরণের পর গুলি ছোঁড়ার আওয়াজও শোনা গেছে। আরাসেনা জানিয়েছেন, পরিস্থিতি এখন প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে।
এ ঘটনায় দুঃখ প্রকাশ করে শিগগির তদন্তের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ইভো মোরালেস।
বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৩
এইচএ/বিএসকে