ঢাকা: গ্রিসের রাজধানী অ্যাথেন্সে একটি সমাধির সন্ধান পেয়েছেন প্রত্নতত্ত্ববিদরা। প্রাচীন নগর অ্যামফিপোলিসের ওই সমাধিটি খ্রিস্ট পূর্বাব্দ চর্তুথ শতাব্দির সম্রাট আলেকজান্ডার দি গ্রেটের হবে ধারণা করা হচ্ছে।
এতোদিন জানা ছিল, যোদ্ধা এ সম্রাটকে সমাহিত করা হয়েছিল মিশরে। কিন্তু প্রত্নতত্ত্ববিদরা খ্রিস্টপূর্বাব্দ চতুর্থ শতকের মারবেল ঘেরা একটি দেয়ালের সন্ধান পেয়েছেন। এ নিয়ে তাদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
মনে ছাপ ফেলার মতো ৫শ মিটার দৈর্ঘ্য আর তিন মিটার উঁচু দেয়ালটির মধ্যে এক রাজকীয় সমাধি থাকতে পারে বলে বিশ্বাস বিশেষজ্ঞদের।
সমাধিটি অ্যাথেন্সের ৩৭০ মাইল দূরে প্রাচীন নগর অ্যামফিপোলিসে অবস্থিত। খনন কাজ চালানো প্রত্নতত্ত্ববিদদের একজন আইকাতেরিনিন পেরিসটেরির আশা, একজন গুরুত্বপূর্ণ বা একাধিক জনের (সমাধির) সন্ধান পাবেন তারা।
গ্রিসের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্রত্নতাত্ত্বিকরা একটি টিলার আংশিক খনন করেছেন যেখানে খ্রিস্টপূর্বাব্দ চতুর্থ শতকের শেষের দিকের ‘খুব অসাধারণ’ মার্বেল ঘেরা একটি দেয়াল পাওয়া গেছে।
প্রত্নতাত্ত্বিকদের বিশ্বাস, প্রাচীন ওই কৃত্রিম টিলার ভেতরে রাজার দেহাবশেষ অথবা কমপক্ষে মেসিডোনের গুরুত্বপূর্ণ একজন রাজার সমাধি থাকতে পারে।
অনেকে আশাবাদী আবিষ্কৃত সমাধিটি আলেকজান্ডার দ্য গ্রেটের শেষ ঠিকানা হিসেবে যে রহস্য রয়েছে তার অবসান ঘটাবে।
তবে গ্রিসের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বেশি ‘আত্মবিশ্বাসী’ না হওয়ার পরামর্শ দিয়েছেন।
প্রাচীন গ্রিসের উত্তরাঞ্চলীয় রাজ্য মেসিডোনের রাজা ছিলেন আলেকজান্ডার তৃতীয়। তিনি মহামতি আলেজান্ডার নামে পরিচিত। খ্রিস্টপূর্ব ৩৫৬ এ পেলায় জন্মগ্রহণ করেন তিনি। মহাগুণী অ্যারিস্টোটলের কাছে ১৬ বছর পর্যন্ত তিনি শিক্ষা গ্রহণ করেন তিনি।
তরুণ বয়স সিংহাসন আরোহন করে ৩০ বছরের মধ্যে সেসময়ে বিশ্বের সবচেয়ে বৃহত্তম সামাজ্য গড়ে তোলেন মহামতি আলেকজান্ডার। ইউরোপ, আফ্রিকার ও এশিয়ার বিভিন্ন দেশ জয় করে নিজের সামাজ্যভুক্ত করেন তিনি। ভারতীয় উপমহাদেশ পর্যন্ত বিস্তৃত ছিল তার সাম্রাজ্য।
আলেকজান্ডার রাজত্বকালে সবকটি যুদ্ধে তিনি জয়লাভ পেয়েছেন। তাকে বলা হয়, ইতিহাসের সবচেয়ে সফল কমান্ডারদের মধ্যে অন্যতম।
বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৩
এসএফআই/এসআরএস