ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সন্তুষ্ট সিঙ্গাপুরের ৭০ ভাগ চাকুরে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৩
সন্তুষ্ট সিঙ্গাপুরের ৭০ ভাগ চাকুরে

ঢাকা: বিশ্বের বিভিন্ন প্রান্তের চাকরিজীবীরা কর্মস্থলের সার্বিক দিক থেকে অসন্তোষ প্রকাশ করে আসলেও সিঙ্গাপুরের ৭০ শতাংশেরও বেশি চাকুরে তাদের অবস্থান নিয়ে যথেষ্ট সন্তুষ্ট।

চাকরিজীবীদের ওপর সমীক্ষা চালিয়ে সম্প্রতি এ তথ্য প্রকাশ করেছে দেশটির একটি বেসরকারি সংস্থা।

সমীক্ষা সূত্রে জানা যায়, আর্থিক কোনো দোটানায় না পড়লে এই অবস্থানেই আরও কয়েকবছর থাকতে চান চাকুরেরা।

শনিবার প্রভাবশালী সংবাদ মাধ্যম ‘দ্য স্ট্রেইটস টাইমসে’ প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, সমীক্ষায় অংশ নেওয়া চাকুরেদের মধ্যে ৭০ শতাংশেরও বেশি লোক জানিয়েছেন তারা তাদের কর্মঘণ্টা, কাজের ভার এবং ভবিষ্যত লক্ষ্যের আলোকে বর্তমান উন্নয়নের গতি নিয়ে সন্তুষ্ট।

সমীক্ষায় অংশগ্রহণকারী ১৫ থেকে ২৯ বছর বয়সী চাকুরেরা জানিয়েছেন, বর্তমান অবস্থানে আরও অন্তত তিন বছর থাকার সম্ভাবনা বেশি। অন্য দিকে ৪০ কিংবা তার চেয়ে বেশি বয়সী চাকরিজীবীরা জানিয়েছেন, কোনো আর্থিক টান না পড়লে আরও অন্তত সাত বছর বর্তমান অবস্থানেই থেকে যেতে চান তারা।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৩
এইচএ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।