ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সমাহিত হয়েও বেঁচে আছেন তিনি!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৩
সমাহিত হয়েও বেঁচে আছেন তিনি!

ঢাকা: পরিবারের সদস্যরা আবেগঘন পরিবেশে কবর দেওয়ার ১৩ দিন পর যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার এক নারীকে জীবিতভাবে পাওয়া গেছে!

শারোলেন জ্যাকসনকে ৩ আগস্ট কলোনিয়াল মেমোরিয়াল পার্কে পরিবারের সদস্যরা সমাহিত করেন। মেডিকেল থেকে প্রাপ্ত মরদেহ ও চিকিৎসকদের কাছ থেকে মৃত্যুর সনদ পাওয়ার পরেই তাকে সমাহিত করেন পরিবারের সদস্যরা।

কিন্তু তাকে কবর দেওয়ার ১৩ দিন পর জীবন্ত পাওয়া গেছে, ফিলাডেলফিয়ার একটি মানসিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি।

কিভাবে তিনি জীবিত থাকলেন? বাবা-মা তো নিজেই মেয়েকে কবর দিয়েছিলেন!

গত ১৮ জুলাই নিরুদ্দেশ হন শারোলেন। পশ্চিম ফিলাডেলফিয়ার একটি রাস্তায় ২০ জুলাই এক নারীর মরদেহ পাওয়া যায়।

কর্মকর্তরা মনে করেছিলেন, এটি শারোলিনের মরদেহ হবে। সমাজকর্মী জ্যাকসন ও তার ছেলে ট্রাভিস উভয়ই মৃত ওই নারীর ছবি দেখে বলেন, তিনিই হচ্ছেন হচ্ছেন শারোলিন।

মেডিকেল পরীক্ষক কার্যালয় থেকে শারোলিনের নামে একটি মৃত্যু সনদপত্র দেওয়া হয়। এরপরেই তার শারোলিনের পরিবার মরদেহটি হাসপাতাল থেকে নিয়ে যায় এবং সমাহিত করে।

শারোলেনের বাবা ডেভ মিন বলেন, আমি আমার স্ত্রীকে ফোন করে দুঃখজনক সংবাদটি ‍জানিয়েছিলাম, বলেছিলাম তারা আমাদের মেয়েকে মৃত অবস্থায় পেয়েছে।

কিন্তু ওই নারীকে সমাহিত করার ১৩ দিন পর ট্রাভিস সুসংবাদ দেন নানাকে, বলেন, মা বেঁচে আছেন। মাকে কেন্দ্রীয় ফিলাডেলফিয়ার একটি মানসিক হাসপাতালে দেখতে পেয়েছেন তিনি।

এখন মৃত ওই নারী কে ছিল তা নিয়ে অনুসন্ধান চালাচ্ছে ফিলাডেলফিয়া পুলিশ।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৩
এসএফআই/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।