ঢাকা: যুক্তরাষ্ট্রে ক্রিকেট খেলাকে জনপ্রিয় করতে দূতাবাস পর্যায়ের টুর্নামেন্টের আয়োজন করেছে ক্রিকেটীয় রাষ্ট্রগুলো।
‘অ্যাম্বাসেডরস ক্রিকেট কাপ’ শীর্ষক দিনব্যাপী এই চমকপ্রদ টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, যুক্তরাজ্য, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ক্যারিবিয়ান উপসাগরের দ্বীপ রাষ্ট্রগুলির সমন্বয়ে গঠিত ওয়েস্ট ইন্ডিজ দল।
শনিবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, ওয়াশিংটনে ডিসিতে প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টে এক ঘণ্টাব্যাপী সাতটি খেলা অনুষ্ঠিত হবে। চারটি কোয়ার্টার ফাইনাল, দু’টি সেমি-ফাইনাল ও সর্বশেষে ফাইনালে লড়বে দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে গঠিত আনাড়ি এই ক্রিকেট দলগুলো।
ইতোমধ্যে প্রথম তিনটি কোয়ার্টার ফাইনালে ভারতকে মোকাবেলা করেছে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা লড়েছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আর যুক্তরাজ্য দূতাবাসের কর্মকর্তাদের বিরুদ্ধে বল-ব্যাট হাতে মাঠে নেমেছেন অস্ট্রেলিয়ান দূতাবাসের কর্মকর্তারা। বাকি কোয়ার্টার ফাইনালটিতে নিউজিল্যান্ড দূতাবাস খেলবে বাংলাদেশের দূতাবাস দলের বিরুদ্ধে।
এই টুর্নামেন্টের উদ্যোক্তা হলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ত্রিনিদাদ এন্ড টোবাগোর রাষ্ট্রদূত নেইল পার্সান ও নিউজিল্যান্ডের রাষ্ট্রদূত মাইক মুর।
মুর বলেন, ক্রিকেট হলো বিশ্বকে ঐক্যবদ্ধ করার একটি শক্তি। এটা সব মহাদেশেই খেলা হয় এবং এটা যুক্তরাজ্যের পক্ষ থেকে বিশ্ববাসীর জন্য উপহার।
এই টুর্নামেন্টের আয়োজনে সার্বিক সহযোগিতা করছে ওয়াশিংটন ক্রিকেট লীগ এবং ম্যারিল্যান্ড-ন্যাশনাল পার্ক এন্ড প্লানিং কমিশন।
বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৩
এইচএ/এসআরএস