ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় পৌঁছেছে জাতিসংঘের প্রতিনিধিদল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৩
সিরিয়ায় পৌঁছেছে জাতিসংঘের প্রতিনিধিদল

ঢাকা: রাসায়নিক অস্ত্র ব্যবহারের কারণে প্রায় এক হাজার মানুষ নিহত হওয়ার ঘটনায় আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ঘটনাস্থল পরিদর্শনের আহ্বান জানাতে সিরিয়া পৌঁছেছে জাতিসংঘের নিরস্ত্রীকরণ বিষয়ক শাখার প্রধান অ্যাঞ্জেলা ক্যানের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, শনিবার স্থানীয় সময় বিকেলে প্রতিনিধিদলটি রাজধানী দামেস্কের বিমান বন্দরে অবতরণ করেন।



গত বুধবারের ওই ঘটনার জন্য ফ্রান্স ও যুক্তরাজ্যের পক্ষ থেকে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বাহিনীকে দায়ী করা হলেও নিরপেক্ষ তদন্তের স্বার্থে সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র, জাতিসংঘ ও রাশিয়া।

রাসায়নিক অস্ত্র ব্যবহারের মতো গভীর উদ্বেগের ঘটনায় পরবর্তী পদক্ষেপ বিবেচনার কথা ভাবছেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

অন্য দিকে সিরিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ মাধ্যমগুলো শনিবার দাবি করেছে, বিদ্রোহী অধ্যুষিত এলাকায় রাসায়নিক অস্ত্রের এজেন্টের সন্ধান পাওয়া গেছে। এ ব্যাপারে এখনও বিদ্রোহীদের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

এ দিকে পেন্টাগন সূত্রের উদ্ধৃতি দিয়ে শনিবার সকালে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ভূ-মধ্য সাগরে সিরিয়া উপকূলের কাছে চতুর্থ ক্রুজ-মিসাইলবাহী যুদ্ধ জাহাজ মোতায়েনসহ শক্তি বৃদ্ধি করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী।

সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, আসাদ বাহিনী কর্তৃক রাসায়নিক অস্ত্র ব্যবহার প্রমাণিত হলে ‘পরবর্তী পদক্ষেপের’ প্রস্তুতি হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।

এ ব্যাপারে বিস্তারিত কিছু না বললেও মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী চাক হেগেল জানিয়েছেন, ভূ-মধ্য সাগরে শক্তি বৃদ্ধি করছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, মার্কিন নৌজাহাজ ‘ম্যাহান’ এ অঞ্চলে শক্তি বৃদ্ধির কাজ সমাপ্ত করেছে এবং ভার্জিনিয়ায় প্রধান ঘাঁটিতে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত। তবে ইউরোপ ও ভূ-মধ্য সাগরীয় অঞ্চলের ইউনিট ইউএস সিক্সথ ফ্লিট’র কমান্ডার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশক্রমে যুদ্ধজাহাজটি রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জোর দিয়ে দাবি করেছে, এখন পর্যন্ত সিরিয়ায় অভিযানের প্রস্তুতি নেওয়ার কোনো নির্দেশনামা পায়নি মার্কিন নৌবাহিনী।

এর আগে, সিরিয়ার সেনাবাহিনী কর্তৃক রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগের পর ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপের পরিপ্রেক্ষিতে’ এর জবাব দেওয়ার কথা বিবেচনা করছিলেন মার্কিন কর্তারা। এর মধ্যে ভূ-মধ্য সাগর থেকে ক্রুজ মিসাইল হামলা চালানোর সম্ভাবনাও ছিল।

তবে জাতিসংঘের সঙ্গে আসাদের ঘনিষ্ঠ মিত্র রাশিয়াও রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ শিগগির তদন্তের আহবান জানানোয় এমন সিদ্ধান্ত থেকে সরে আসে মার্কিন প্রশাসন।

উল্লেখ্য, গত বুধবার সিরিয়ার বিদ্রোহীরা অভিযোগ করে, রাজধানী দামেস্কের বিভিন্ন এলাকায় রাসায়নিক অস্ত্র ব্যবহার করে এক হাজারেরও বেশি মানুষকে হত্যা করেছে সেনাবাহিনী।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশিত ভিডিও ও আলোকচিত্রে সারি করে রাখা লাশের চিত্র রাসায়নিক অস্ত্র ব্যবহারের ভয়াবহতার প্রমাণ দেয়।

এই ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত তদন্তের আহবান জানায় জাতিসংঘ, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব। সম্প্রতি জাতিসংঘের তদন্তের আহবানে সহযোগিতা করতে আসাদ সরকারের প্রতি আহবান জানায় সিরিয়া সরকারের ঘনিষ্ঠ মিত্রখ্যাত রাশিয়াও।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৩
এইচএ/ এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।