ঢাকা: গির্জা থেকে বাইবেল চুরি করে ৪২ বছর পর ফেরত দিয়েছে এক ব্যক্তি। ১৯৭১ সালে লন্ডনের ইস্ট সাসেক্স গির্জা থেকে বাইবেলটি চুরি করা হয়েছিল।
লন্ডনের হ্যাস্টিংস শহরে অবস্থিত ১৫০ বছরের ট্রিনিটি গির্জায় এই ঘটনা ঘটে। গির্জাটির কোষাধ্যক্ষ সিমন স্কট বলেন, এক জার্মান নাগরিক ৪২ বছর আগে বাইবেলটি নিয়ে যায়।
তিনি সস্ত্রীক সাসেক্স শহরে আসেন ইংরেজী ভাষায় দক্ষতা বাড়ানোর কোর্স করার জন্য। ওই সময় ট্রিনিটি গির্জার পাশেই কোর্স করানো হতো। কিন্তু ওই শিক্ষায় তিনি সন্তুষ্ট ছিলেন না। তাছাড়া কোর্সটি ছিল বেশ ব্যয়বহুল।
একারণে তিনি কোর্সটি বাদ দিয়ে ভাষা রপ্ত করার জন্য বাইবেলটি বাড়িতে নিয়ে যান। কিন্তু সেটি আর ফেরত দেননি।
সম্প্রতি সিমন স্কট ওই চোরের কাছ থেকে একটি চিঠি পেয়েছেন। তাতে লেখা ছিল- আপনি এই চিঠিটি বিশ্বাস করতে পারবেন না। এতদিন পর বাইবেলটির কাহিনী জানার পর আমার স্ত্রী খুব রাগ করেছে। তাছাড়া আমি নিজেও একাজের জন্য অপরাধবোধ করছি। খুব অল্প সময়ের মধ্যে বাইবেলটি আমি ফেরত দিচ্ছি।
তারপর একটি বাক্সে করে বাইবেলটি ফেরত পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ২২১৪ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৩