আগরতলা (ত্রিপুরা): মুম্বাইয়ের নির্যাতিতা নারী সাংবাদিকের পাশে দাঁড়ালো ত্রিপুরা।
শনিবার দুপুরে আগরতলা প্রেসক্লাব থেকে মুম্বাইয়ের চিত্র সাংবাদিক গণধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মৌন মিছিল করেন সাংবাদিকরা।
মিছিল শেষে মুম্বাইয়ের ঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।
দুপুর ১২টা নাগাদ মিছিল শুরু হয় আগরতলা প্রেসক্লাবের সামনে থেকে। মিছিলের সামনে ছিল ‘স্টপ রেপ’ লেখা ব্যানার। এতে অংশ নেন সাংবাদিক এবং চিত্র সাংবাদিকরা।
মিছিলটি আগরতলা প্রেসক্লাব থেকে শুরু করে তুলসিবতি স্কুল, জ্যাকশনগেট, ওরিয়েন্ট চৌমুহনী হয়ে রবীন্দ্রভবনের সামনে এসে শেষ হয়।
উল্লেখ্য, মুম্বাইয়ের পারেলের শক্তি মিল কম্পাউন্ডে পেশাগত কারণে বৃহস্পতিবার মুম্বাইয়ের এক নারী চিত্র সাংবাদিক গিয়েছিলেন। সেখানে তিনি গণধর্ষণের শিকার হন।
বাংলাদেশ সময়: ০১১৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৩
এমআইপি/এএ/আরকে