ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় রাসায়নিক অস্ত্র প্রয়োগে মৃত্যুর প্রমাণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৯ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৩
সিরিয়ায় রাসায়নিক অস্ত্র প্রয়োগে মৃত্যুর প্রমাণ

সিরিয়ায় রাসায়নিক অস্ত্র প্রয়োগে মৃত্যুর প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক মেডিকেল দাতব্য সংস্থা মেডিসিনস সানস ফ্রন্টিয়ার্স (এমএসএফ)। হাসপাতালে ভর্তি তিন হাজার ৬শ’ রোগীর মধ্যে তিনশ‘ ৫৫ জনের মৃত্যু ঘটে রাসায়নিক অস্ত্র প্রয়োগের কারণেই।



হাসপাতালের তথ্য মতে, বিদ্রোহীদের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র প্রয়োগের পর ২১ আগস্ট দামেস্কের তিনটি সরকারি হাসপাতালে তাদের ভর্তি করা। এছাড়া রাসায়নিক অস্ত্র প্রয়োগের আরও অনেক প্রমাণ রয়েছে।

পশ্চিমা দেশগুলো এজন্য সরকারকে দায়ী করছে। অন্যদিকে সরকার দায় চাপাচ্ছে বিদ্রোহীদের উপর।

এমএসএফের দাবি, হাসপাতালের কর্মচারীদের বর্ণনা মতে রোগীদের স্নায়বিক সমস্যা, লালা নিঃসরণ, দৃষ্টি ও শ্বাসপ্রশ্বাস জনিত সমস্যা দেখা গেছে।

দাতব্য সংস্থাটির দাবি, রাসায়নিক বিষক্রিয়াজনিত লক্ষণের কারণেই এমনটি হয়েছে।

এমএসএফ আরও জানায়, যতক্ষণ পর্যন্ত সঠিক কারণ সম্পর্কে বৈজ্ঞানিকভাবে নিশ্চিত না করা যাবে, ততক্ষণ এটা ‍বিষক্রিয়াই।

এদিকে রাসায়নিক অস্ত্র ব্যবহারের কারণে প্রায় এক হাজার মানুষ নিহত হওয়ার ঘটনায় আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ঘটনাস্থল পরিদর্শনের আহ্বান জানাতে সিরিয়া পৌঁছেছে জাতিসংঘের নিরস্ত্রীকরণ বিষয়ক শাখার প্রধান অ্যাঞ্জেলা ক্যানের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, শনিবার স্থানীয় সময় বিকেলে প্রতিনিধিদলটি রাজধানী দামেস্কের বিমানবন্দরে অবতরণ করে।

গত বুধবারের ওই ঘটনার জন্য ফ্রান্স ও যুক্তরাজ্যের পক্ষ থেকে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বাহিনীকে দায়ী করা হলেও নিরপেক্ষ তদন্তের স্বার্থে সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র, জাতিসংঘ ও রাশিয়া।

রাসায়নিক অস্ত্র ব্যবহারের মতো গভীর উদ্বেগের ঘটনায় পরবর্তী পদক্ষেপ বিবেচনার কথা ভাবছেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

অন্য দিকে সিরিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ মাধ্যমগুলো শনিবার দাবি করেছে, বিদ্রোহী অধ্যুষিত এলাকায় রাসায়নিক অস্ত্রের এজেন্টের সন্ধান পাওয়া গেছে। এ ব্যাপারে এখনও বিদ্রোহীদের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

আর পেন্টাগন সূত্রের উদ্ধৃতি দিয়ে শনিবার সকালে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ভূ-মধ্য সাগরে সিরিয়া উপকূলের কাছে চতুর্থ ক্রুজ-মিসাইলবাহী যুদ্ধ জাহাজ মোতায়েনসহ শক্তি বৃদ্ধি করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী।

সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, আসাদ বাহিনী কর্তৃক রাসায়নিক অস্ত্র ব্যবহার প্রমাণিত হলে ‘পরবর্তী পদক্ষেপের’ প্রস্তুতি হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৩
এএ/আরকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।