ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরানে বিক্রির জন্য জুতার মধ্যে ইউরেনিয়াম

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৩
ইরানে বিক্রির জন্য জুতার মধ্যে ইউরেনিয়াম

ঢাকা: নিউইয়র্কের জন এফ কেনেডি বিমান বন্দর থেকে জুতার মধ্যে লুকানো দামী ধাতু ইউরেনিয়ামসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, প্যাট্রিক ক্যাম্পবেল (৩৩) নামে গ্রেফতারকৃত ওই ব্যক্তি বিক্রির জন্য ইরানে ১০০০ টন ইউরেনিয়াম পাঠাতে চেয়েছিলেন।

বুধবার বিমানে প্যারিস থেকে নামার পর ওই ব্যক্তিকে গেফতার করা হয়। তিনি যুক্তরাষ্ট্রের আইন ভঙ্গ করে ইরানে ইউরেনিয়াম বিক্রির জন্য মধ্যস্ততাকারী হিসেবে কাজ করছিলেন।

গত বছর ই-কমার্স সাইট আলিবাবা.কমে (http://www.alibaba.com/) ‘ইউরেনিয়াম ৩০৮’ কিনতে চাওয়ার একটি বিজ্ঞাপনে সাড়া দেন ক্যাম্পবেল। এরপর থেকেই সিয়েরা লিয়ন নিবাসী ক্যাম্পবেলকে নজরদারিতে রাখা হয়।

‘ইউরেনিয়াম ৩০৮’ কে ‘ইয়েলো কেক’ও বলা হয়। পারমাণবিক চুল্লিতে জ্বালানি হিসেবে বিশোধিত ইউরেনিয়াম ব্যবহার করা হয়।

ক্যাম্পবেল সিয়েরা লিয়ন থেকে ইরানের আব্বাস বন্দরে বিশোধিত এ ইউরেনিয়াম পাঠাতে চেয়েছিলেন। যাতে ধরা পড়তে না হয় এজন্য তিনি ইউরেনিয়ামকে ক্রোমাইটের আকারে পাচার করতে চেয়েছিলেন।

লাইবেরিয়া ও সিয়েরা লিয়ন সীমান্তে ইউরেনিয়াম, সোনা, হীরা ও ক্রোমাইটের মতো দামী ধাতু বিক্রি করা একটি প্রতিষ্ঠানের সাথে ক্যাম্পবেলের জড়িত থাকার অভিযোগ আনা হয়।

প্যারিস থেকে ফ্লোরিডা যাওয়ার পথে ক্যাম্পবেলকে গ্রেফতার করা হয়। সে তার ‘ক্লায়েন্টকে’ ইউরেনিয়ামের স্যাম্পল দেখাতে ফ্লোরিডা যাচ্ছিল।

ক্যাম্পবেল ইউরেনিয়ামের ওই স্যাম্পল প্লাস্টিকের ব্যাগে মুড়ে তার লাগেজের ভেতর রাখা জুতার সোলের নীচে লুকিয়ে রাখে।

ইউরেনিয়ামের স্যাম্পলসহ ক্যাম্পবেলকে গ্রেফতারের পাশাপাশি তদন্তকারীরা একটি ইউএসবি কির মাধ্যমে ইউরেনিয়াম বিক্রির আরও তথ্য পেয়েছেন।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের লেনদেন সংক্রান্ত আইন ভঙ্গের কারণে ক্যাম্পবেলকে ২০ বছর কারাগারে কাটাতে হতে পারে। তার সঙ্গে তাকে হয়তো ১০ লক্ষ ডলারের জরিমানাও গুণতে হবে।

ক্যাম্পবেলের মামলাটি ফ্লোরিডার একটি আদালতে স্থানান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৩
কেএইচকিউ/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।