ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীর পরলোক গমন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৪, আগস্ট ২৫, ২০১৩
মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীর পরলোক গমন

ঢাকা: দায়িত্ব পালনকালে মারা গেলেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল সামাদ আবদুল্লাহ।

দেশটির প্রেসিডেন্ট কার্যালয় জানিয়েছে, রোববার সকালে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সম্প্রতি কিডনি ও হৃদযন্ত্রের রোগে ভুগছিলেন তিনি।

তার মৃত্যুতে রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াহিদ।

সামাদের মৃত্যুতে দেশ একজন মহান ব্যক্তিকে হারিয়েছে বলে এক শোকবার্তায় উল্লেখ করেছেন প্রেসিডেন্ট ওয়াহিদ।

উল্লেখ্য, ২০১২ সালের মার্চ থেকে ওয়াহিদের নেতৃত্বাধীন সরকারের দায়িত্ব পালন করছিলেন সামাদ।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৩
এইচএ/ এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।