ঢাকা: কিংবদন্তিতুল্য সাবেক হেভিওয়েট চ্যাম্পিয়ন মাইক টাইসন নিজের মৃত্যু নিয়ে শঙ্কিত। টাইসন জানান, তিনি আর বেশি দিন বাঁচবেন না।
শুক্রবার ‘ফ্রাইডে নাইট ফাইটস’ শিরোনামে খেলাধুলা বিষয়ক চ্যানেল ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানান টাইসন। একইসঙ্গে তিনি নিজের কৃতকর্মের অনুশোচনা করেন।
সাক্ষাৎকারে ৪৭ বছর বয়সী এই মার্কিন বক্সার অবলীলায় মাদক সেবনের কথা স্বীকার করেন। তবে তিনি মাদক ছেড়ে ভালো মানুষ হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
নিউইয়র্কে ব্রুকলিনে জন্ম নেওয়া টাইসন বলেন, আমি সাধারন জীবন যাপন করতে চাই। মরতে চাই না। মাদকের ভয়ংকর ছোবলে আমি মরতে বসেছি।
সবার কাছে মাফ চেয়ে টাইসন জানান, আমি খারাপ মানুষ। জীবনে অনেক ভুল করেছি। আমাকে মাফ করে দেবেন। ‘স্বাভাবিক জীবনে ফিরে এসেছি’ বলে আমি সবাইকে ধোকা দিয়েছি।
টাইসন ২০ বছর বয়সে ১৯৮৭ সালে ডব্লিউবিসি, ডব্লিউবিএ এবং আইবিএফ হেভিওয়েট শিরোপা জিতে বিশ্বরেকর্ড করেছিলেন। কিন্তু তার পাঁচ বছর পর ধর্ষণের দায়ে তাকে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়।
তারপর আবারো রিং-এ ফিরে আসেন টাইসন। কিন্তু ২০০৬ সালে তিনি বক্সিং থেকে অবসর নেন। বর্তমানে তিনি বক্সি উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৩
কেএইচ/জেসিকে