ঢাকা: ত্রিপুরার দক্ষিণ এবং দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সীমান্তে যৌথভাবে জরিপ চালাবে বাংলাদেশ-ভারত। আগামী নভেম্বর থেকে এ কাজ শুরু করবে বাংলাদেশ-ভারত সীমানা নির্ধারণ দল।
শনিবার ৮২তম ভারত-বাংলাদেশ যৌথ সীমান্ত সম্মেলনের পর ভারতীয় প্রতিনিধি দলের প্রধান এনআর বিসওয়াল ও বাংলাদেশের প্রতিনিধি দলের প্রধান মো. আবদুল মান্নান বলেন, জরিপ নিয়ে তাদের পরিকল্পনা অনুমোদিত হয়েছে।
বিসওয়াল জানান, ত্রিপুরার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অংশে ভারত-বাংলাদেশ সীমান্তে ৩০০ কিলোমিটার বিস্তৃত এলাকাজুড়ে পিলার মেরামত ও পুনরায় স্থাপন করার পর নভেম্বরে জরিপ হবে।
মান্নান জানান, ত্রিপুরার উত্তরপশ্চিমাঞ্চলের কমলপুরের চন্দননগরে ১৪০ একর ভূমি ভারতের দখলে রয়েছে। ত্রিপুরার দক্ষিণপশ্চিমাঞ্চলে মুহুরিচরে প্রায় ৭৫ একর ভূমি অচিহ্নিত ছিল তবে ২০১১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে বিষয়টির সমাধান আসলেও তা বাস্তবায়ন করা হয়নি। ভারতের পার্লামেন্টে ভূমিচুক্তি অনুমোদিত না হওয়ায় এখনও বাস্তবায়ন হচ্ছে না।
বাংলাদেশের এ কর্মকর্তা আরও জানান, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সবশেষ ঢাকা সফরে স্বাক্ষরিত দুই দেশের ভূমিচুক্তি অনুযায়ী সব ছিটমহল ও বিবাদমান সীমানা ইস্যুগুলোর সমাধান হবে একমাত্র চুক্তিটি দুই দেশের সংসদে অনুমোদিত হওয়ার পরে।
তিনি উল্লেখ করেন, পুরো সীমান্তে ২৫টির মতো এলাকা হয় ভারত না হয় বাংলাদেশের দখলে রয়েছে এবং ত্রিপুরার মুহুরিচরসহ তিনটি এলাকা এখনও চিহ্নিত রয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৩
এসএফআই/জেসিকে