ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সাড়ে তিন লাখ টাকায় বিক্রি হলো লেননের টাই

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৩
সাড়ে তিন লাখ টাকায় বিক্রি হলো লেননের টাই

ঢাকা: বিশ্বব্যাপী জনপ্রিয় বিটলস ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য লেননের ব্যবহৃত একটি টাই চার হাজার ছয়শ মার্কিন ডলার বা সাড়ে তিন লাখ টাকায় নিলামে বিক্রি হয়েছে। শনিবার যুক্তরাজ্যের লিভারপুলের ম্যাথিউ স্ট্রিটে এই নিলাম অনুষ্ঠিত হয়।



কালো রঙ্গের ওই টাইটি লেনন ১৯৬২ সালে বন্ধু জয়েসি ম্যাক উইলিয়ামসকে দিয়ে যান। তখন জয়েসির বয়স ছিল মাত্র ১৫ । লেনন যেসব ক্লাবে পারফর্ম করত সেখানেই উপস্থিত থাকত জয়েসি।

এক পর্যায়ে তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠে। শুধু টাই নয়, জয়েসিকে নিজের ব্যবহৃত একটি রুমালও উপহার দিয়েছেন লেনন।   রুমালটি গান গাওয়ার সময় লেনন কপালে বেঁধে রাখতেন।

এছাড়া নিলামে বিটলস ব্যান্ডের কিছু দুর্লভ ছবিও বিক্রি হয়।

লেনন ১৯৪০ সালে ৯ ডিসেম্বর যুক্তরাজ্যের লিভারপুলে জন্মগ্রহন করেন। তিনি একাধারে গায়ক, লেখক, প্রযোজক, অভিনেতা ও মিউজিশিয়ান ছিলেন।   ৮ ডিসেম্বর ১৯৮০ সালে মাত্র চল্লিশ বছর বয়সে লেনন মারা যান।

১৯৬৪ সালে ইংল্যান্ডের লিভারপুলে জন লেনন, জর্জ হ্যারিসন, পল কার্টনি ও রিংগো স্টার এই চারজনকে নিয়ে বিটলস ব্যান্ড গঠিত হয়। রক-পপ ঘরণার গানের জন্য বিটলসকে বিশ্বের সর্বকালের অন্যতম প্রভাবশালী ব্যান্ড হিসেবে গণ্য করা হয়।

১৯৭১ সালে বিটলস ব্যান্ডের জর্জ হ্যারিসন বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশ্ববাসীকে এগিয়ে আসার জন্য নিউইয়র্কে ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ শিরোনামে গানের আয়োজন করে।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৩
কেএইচ/ এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।