কলকাতা :পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল সিপিআই-এম পঞ্চায়েত নির্বাচন নিয়ে শাসক দলের ব্যাপক সন্ত্রাসের অভিযোগের মধ্যেই বামফ্রন্টের অন্দরেই অন্য সুর। গ্রাম অঞ্চলে ভোটারদের মধ্যে এখনও শক্ত জমি আছে তৃণমূল কংগ্রেসের বলে মতামত প্রকাশ করেছেন বামফ্রন্টের অন্যতম প্রধান শরিক ফরোয়ার্ড ব্লক।
যদিও ফরোয়ার্ড ব্লকের তরফে প্রধান শরিক সিপিআই-এম সঙ্গে তাল মিলিয়ে গ্রামাঞ্চলে শাসক দলের সন্ত্রাসের কথা বলা হয়েছে, তবে ফরোয়ার্ড ব্লক প্রথম সারির এক নেতার এই এই স্বীকারোক্তি পশ্চিমবাংলার রাজনৈতিক মহলে যথেষ্ট ঝড় তুলেছে।
ফরোয়ার্ড ব্লক রাজ্য নেতৃত্ব পঞ্চায়েত নির্বাচনে দলের ভরাডুবির কারণ নিয়ে পর্যালোচনা করতে বসেন। সেই আলোচনায় ২০১১ সালের বিধান সভা ভোটে বামফ্রন্ট-এর ব্যর্থতার কারণ হিসেবে শুধুমাত্র সরকার-এর উপর অনাস্থাকেই তারা একমাত্র দায়ী করেননি, তৎকালীন বাম শাসিত পঞ্চায়েত গুলির প্রতিও জনগণের অনাস্থার বহিঃপ্রকাশ বলে এই আলোচনায় মতামত উঠে এসেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা জানান, সর্বস্তরে বাম ঐক্যর কথা বলা হলেও নদীয়া, মুর্শিদাবাদ, হাওড়া জেলায় ফরোয়ার্ড ব্লকের বিরুদ্ধে তৃণমূল স্তরে অন্তর্ঘাত চালান হয়েছে।
আগামী দিনে এই বক্তব্যকে বিরোধী রাজনৈতিক দলগুলি হাতিয়ার করে বামফ্রন্টকে আক্রমন করবে সে কথা বলাই বাহুল্য। রাজনৈতিক মহল মনে করছে এই মন্তব্যের জেরে আগামী দিনে বামফ্রন্ট’র ভিতরে বাইরে বির্তকের ঝড় উঠবে।
বাংলাদেশ সময়: ১৫২৫ঘণ্টা, আগস্ট ২৬,২০১৩
ভিএস/এসএস/জিসিপি