ঢাকা: সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, তার সরকার রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে বলে পশ্চিমারা যে অভিযোগ করেছে তা ‘নির্বোধ কথাবার্তা’ (ননসেন্স) ছাড়া কিছু নয়। যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, সিরিয়ায় হামলা হলে তার পরিণতি শুভ হবে না।
সোমবার রাশিয়ার একটি পত্রিকায় বাশারের উদ্ধৃতি দিয়ে এ খবর প্রকাশ করা হয়েছে।
তিনি বলেছেন, পশ্চিমা রাজনীতিবিদদের মন্তব্য (সরকারের রাসায়ণিক অস্ত্র ব্যবহারের অভিযোগ) সাধারণ কাণ্ডজ্ঞানের প্রতি অসম্মানজনক। এটি নির্বোধ কথাবার্তা।
তিনি বলেছেন, (সিরিয়ায় হামলা করলে) যুক্তরাষ্ট্র ব্যর্থ হবে যেমনটি হয়েছে অতীতের যুদ্ধগুলোতে, ভিয়েতনাম থেকে শুরু করে আজ পর্যন্ত।
সিরিয়ার ঘনিষ্ঠ মিত্র ইরান রোববার হুঁশিয়ারি দিয়ে বলেছে, সিরিয়াকে আক্রমণের মাধ্যমে ‘যুক্তরাষ্ট্রের চূড়ান্ত সীমা’ অতিক্রম করা উচিত হবে না।
সিরিয়ার আরেক মিত্র রাশিয়াও বলেছে, সিরিয়ায় হামলা হলে তার চুপ করে বসে থাকবে না।
সিরিয়ার আড়াই বছরব্যাপী গৃহযুদ্ধে এক লাখের বেশি লোক নিহত হয়েছে। শরণার্থী হিসেবে পাশ্ববর্তী দেশগুলোতে আশ্রয় নিয়েছে লাখ লাখ সিরীয়। শিশু শরণার্থীর সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে বলে জাতিসংঘ জানিয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৩
এসএফআই/জিসিপি