ঢাকা: সিরিয়ায় রাসায়নিক অস্ত্রের হামলাস্থল পর্যবেক্ষণে যাওয়া জাতিসংঘের পর্যবেক্ষক দলের গাড়িবহরে গুলি চালিয়েছে ‘স্নাইপাররা’। সোমবার সিরিয়ার রাজধানী দামেস্কে ‘নিরপেক্ষ অঞ্চলে’ (বাফার জোনে) এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।
জানা গেছে, একটি গাড়ি লক্ষ্য করে ‘একাধিকবার’ গুলি চালানো হয়। এ কারণে গাড়িবহর পিছনে ফিরে যেতে বাধ্য হয়। তবে জাতিসংঘ বলেছে, তারা তদন্ত চালানো অব্যাহত রাখবে। যত সম্ভব তারা গাড়ি পরিবর্তন করে তদন্তে ফের নামবে।
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে, ‘সন্ত্রাসীরা’ এ হামলা চালিয়েছে। তবে তাদের এ দাবির সত্যতা যাচাই করা যায়নি।
অভিযোগ রয়েছে, বুধবার দামেস্কের উপকণ্ঠে সরকারি বাহিনীর রাসায়নিক অস্ত্র ব্যবহারে প্রায় ৩শ’ জন নিহত হয়। এ অভিযোগ ওঠার পরেই জাতিসংঘের পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণ বিষয়ক কর্মকর্তা অ্যাঞ্জেলা কেনসহ একটি পর্যবেক্ষক দল দামেস্কে যান।
ওই হামলাস্থল পরিদর্শনে যাওয়ার সময় তাদের ওপর এ হামলা হয় বলে জানায় জাতিসংঘ।
এ দিকে রাশিয়ার সংবাদ মাধ্যম ভয়েস অব রাশিয়া জানিয়েছে, দামেস্কের যে স্থানে জাতিসংঘের পযৃবেক্ষকরা অবস্থান করছেন তার কাছেই দুটি মর্টার হামলার ঘটনা ঘটেছে।
জাতিসংঘ পযৃবেক্ষক দলের ফোর সিজন হোটেলের কাছে ওই হামলা ‘সন্ত্রাসীরা চালিয়েছে বলে দাবি করেছে সিরিয়ার সরকার।
বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা/আপডেটেড: ১৯০৯ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৩
এসএফআই/আরকে