ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

তালেবানের সঙ্গে শান্তি আলোচনায় কারজাইয়ের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪১, আগস্ট ২৬, ২০১৩
তালেবানের সঙ্গে শান্তি আলোচনায় কারজাইয়ের আহ্বান

ঢাকা: আফগান সরকার ও তালেবান বিদ্রোহীদের মধ্যে শান্তি আলোচনার ব্যবস্থা করতে পাকিস্তানের সাহায্য চাইলেন আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই। জঙ্গি দমনে দু’দেশের একসাথে কাজ করার আহ্বানও জানালেন তিনি।



সোমবার ইসলামাবাদে পাক প্রধানমন্ত্রীর বাসভবনে নওয়াজ শরীফ ও হামিদ কারজাই এক ঘণ্টার এক বৈঠক করেন। বৈঠকে দ্বিপাক্ষিক বন্ধন দৃঢ় করাসহ দুই দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। এই বৈঠকেই তিনি পাকিস্তানের সাহায্যের আহ্বান জানান।

কারজাই এর আগে ১৯  বার পাকিস্তান সফর করলেও নওয়াজ শরিফের নেতৃত্বাধীন নতুন সরকারের সময় এই তার প্রথম পাকিস্তান সফর।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৩
কেএইচকিউ/জিসিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।