ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সবাই ফেল!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৩
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সবাই ফেল!

ঢাকা: মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিকের পর একজন শিক্ষার্থীর সবচেয়ে বড় স্বপ্ন হলো উচ্চশিক্ষা অর্জনের জন্য বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পা রাখা। আর এ জন্য ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে খানিক পাঠ্যও বাকি রাখেন না অনেকে।

কিন্তু এমন কী পড়াশোনা করলেন লাইবেরিয়ার শিক্ষার্থীরা যে একটি শীর্ষস্থানীয় সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে সবাই ফেল করলেন?

সরকার পরিচালিত ইউনিভার্সিটি অব লাইবেরিয়ার ভর্তি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীরা যেমনি হতাশ তেমনি এ ফল বিপর্যয়ে দেশটিতে বিস্ময়ের সৃষ্টি হয়েছে।

জানা জায়, চলতি শিক্ষাবর্ষে ইউনিভার্সিটি অব লাইবেরিয়ায় ভর্তির জন্য ২৫ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেন। কিন্তু ফলাফল প্রকাশ হলে দেখা যায় কেউই উত্তীর্ণ হতে পারেননি।

বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা বলছেন, শিক্ষার্থীদের মধ্যে যথেষ্ট উৎসাহ না থাকায় এবং ইংরেজি বিষয়ে মৌলিক জ্ঞান না থাকায় এ ফল বিপর্যয় ঘটেছে।

অবশ্য শিক্ষার্থীরা বলছেন, এই ফলাফল অবিশ্বাস্য এবং তাদের স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে গেছে।

শান্তিতে নোবেলজয়ী দেশটির প্রেসিডেন্ট এলেন জনসন স্যারলিফ সম্প্রতি স্বীকার করেন, গৃহযুদ্ধ বিধ্বস্ত লাইবেরিয়ার শিক্ষা ব্যবস্থায় এখনো বিশৃঙ্খলা বিরাজ করছে এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে আরও কাজ করা দরকার।

তবে দেশটির সংবাদ মাধ্যমগুলো বলছে, কোনো ভর্তি পরীক্ষায় সবাই অকৃতকার্য হওয়ার ঘটনা এটাই প্রথম।

ফলাফলের ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন দেশটির শিক্ষামন্ত্রী এমোনিয়া ডেভিড-তারপেহ।

তবে বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র মোমোদু গেতাওয়েহ জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবেগতাড়িত হয়ে বর্তমান সিদ্ধান্ত থেকে সরে আসবে না।

এই ফলাফল ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনড় অবস্থানের অর্থ হচ্ছে, আগামী শিক্ষাবর্ষে কোনো নতুন শিক্ষার্থী ছাড়াই ক্লাস শুরু করতে যাচ্ছে দেশ সেরা শিক্ষা প্রতিষ্ঠানটি।

‍বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৩
এইচএ/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।