ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফের কমল রুপির দাম

স্টাফ করেসপন্ডেন্ট, কলকাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৩
ফের কমল রুপির দাম

কলকাতা : আবার অস্বাভাবিক হারে পড়ে গেল রুপির দাম। মঙ্গলবার সকালে বাজার খোলার  সঙ্গে সঙ্গেই রুপির দাম নিচের দিকে নামতে থাকে।

ডলারের বিপরীতে রুপির দাম ৬৫.৭২ পয়সা এসে দাঁড়ায়।

একদিনে ২.০২% রুপির দাম পড়ে যাওয়া একটি বিরল ঘটনা।   মনে করা হচ্ছে মাসের শেষে ডলারের চাহিদা বাড়ার ফলে রুপিতে এই তীব্র পতন হয়েছে।

রুপির দাম পড়ার সঙ্গে সঙ্গে ভারতের শেয়ার বাজারও বড় সড় পতনের সম্মুখীন হয়েছে। ভারতের শেয়ার বাজার ২% অধিক পড়ে গেছে।

বেশ কিছুদিন ধরেই ভারতে রুপির দাম পড়ছে। বিশেষ করে ডলারের বিপরীতে। সরকারি তরফে এখনও সরাসরি  কোন ব্যবস্থা নেওয়া হয়নি। এর ফলে সমস্যার মুখে পড়ছেন ভারতের আমদানিকারকরা।

অপরদিকে অন্তর্বর্তীকালীন পরিসংখ্যানে দেখা গেছে রুপির দাম পড়লেও বাড়েনি রপ্তানি। এর ফলে যথেষ্ট চিন্তিত ভারতের ব্যবসায়ীমহল। যদিও ভারতের অর্থমন্ত্রী পি চিদাম্বরম জানিয়েছেন খুব তাড়াতাড়ি রুপির দাম বাড়বে। তবে এই মন্তব্যের বিশেষ কোন ফলাফল লক্ষ্য করা যায়নি।

এদিকে শেয়ার বাজারের ব্যাপক পতনের ফলে ক্ষতির মুখে পড়েছেন লক্ষ লক্ষ বিনিয়োগকারী। কিন্তু রুপির দাম স্থিতিশীল না হলে কোন ভাবেই বাড়বে না শেয়ার বাজার বলে মত প্রকাশ করেছেন শেয়ার বিশেষঞ্জরা।

বাংলাদেশ সময়:  ১৫৫৩ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৩  
ভিএস/এসএস/এডিবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।