ঢাকা: হাসপাতাল ছেড়েছেন ভারতের ক্ষমতাসীন কংগ্রেস পার্টির সভানেত্রী সোনিয়া গান্ধী। সোমবার রাতে দেশটির কেন্দ্রীয় সংসদে (লোকসভা) খাদ্য সুরক্ষা বিল নিয়ে ভোটাভুটির ঠিক আগ মুহূর্তে হঠাৎ করে অসুস্থতাবোধ করায় তাকে রাজধানী নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস হাসপাতালে (এইমস) ভর্তি করা হয়।
এইমসের চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, বুকে ব্যথা অনুভব করায় এবং শরীরে জ্বর থাকায় সোনিয়াকে প্রথমে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয় এবং পরে কার্ডিয়াক সেন্টারে স্থানান্তরিত করা হয় তাকে।
স্বাস্থ্যমন্ত্রী গোলাম নবী আজাদ বলেন, প্রায় পাঁচ ঘণ্টার পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে হাসপাতাল ছাড়ার অনুমতি দিয়েছেন চিকিৎসকরা। মাথা ব্যথার জন্য সোনিয়াকে কিছু ঔষুধ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এছাড়া, সভানেত্রীর হাসপাতাল ছাড়ার খবর দিয়ে কংগ্রেস জানিয়েছে, স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদনে সব কিছু ঠিক আছে। দুশ্চিন্তার কোনো কারণ নেই। তিনি এখন সুস্থ আছেন।
এর আগে এইমস হাসপাতালে ভর্তি করা হলে তাকে দেখতে হাসপাতালে যান প্রধানমন্ত্রী মনমোহন সিং, লোকসভার স্পিকার মীরা কুমা, কেন্দ্রীয় মন্ত্রী আনন্দ শর্মা ও জ্যাতির্দত্ত সাইন্দা এবং দিল্লির মুখ্যমন্ত্রী শিলা দিক্ষিত প্রমুখ। এ সময় হাসপাতালে তার সঙ্গে ছিলেন পুত্র ও কংগ্রেস ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী ও পরিবারের অন্যান্য সদস্যরা।
সোনিয়ার সুস্থতা ও হাসপাতাল ছাড়ার খবরে স্বস্তি প্রকাশ করেছেন দেশটির রাজনীতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৩
এইচএ/এডিবি/