ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সিরিয়ায় হামলার ছক কষছে যুক্তরাজ্যের সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৯, আগস্ট ২৭, ২০১৩
সিরিয়ায় হামলার ছক কষছে যুক্তরাজ্যের সেনাবাহিনী

ঢাকা: সিরিয়ায় সম্ভাব্য হামলার পরিকল্পনা তৈরি করছে যুক্তরাজ্যের সেনাবাহিনী। মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের কার্যালয়ের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ কথা জানিয়েছে।



প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম এসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের জবাবেই সামরিক পন্থায় জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাজ্যের সেনাবাহিনী।

সিরিয়া বিষয়ে আলোচনা করতে এ সপ্তাহের শেষ দিকেই পার্লামেন্টের অধিবেশন আহ্বান করতে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন চাপের মধ্যে রয়েছেন বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে।

ক্যামেরনের কার্যালয় মঙ্গলবার জানিয়েছে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ‍যাতে ভবিষ্যতে রাসায়নিক অস্ত্র ব্যবহারের দুঃসাহস ‍না করতে পারেন এ জন্য মোক্ষম জবাব দেওয়ার বিষয়টি বিবেচনা করছে যুক্তরাজ্য।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে ৪০ মিনিট ফোনালাপ ও ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদের সঙ্গে ক্যামেরনে আলোচনায়ও সিরিয়ায় সামরিক অভিযানের বিষয়টিই স্পষ্ট হয়ে উঠছে বলে মনে করছে এপি।

যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা গত বুধবারের রাসায়নিক অস্ত্র ব্যবহারের জন্য সিরিয়া সরকারকে দায়ী করলেও মঙ্গলবার আরব দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ অভিযোগ পুরোপুরি অস্বীকার করা হয়েছে।

অবশ্য, রাসায়নিক অস্ত্র হামলাস্থল পরিদর্শন ও পরীক্ষায় গেছেন জাতিসংঘের প্রতিনিধিরা।

সোমবার পর্যবেক্ষকদের গাড়িবহরে হামলা হলেও ফের পরীক্ষার জন্য ঘটনাস্থলে যান জাতিসংঘের নিরস্ত্রীকরণ শাখার এসব প্রতিনিধি।

ধারণা করা হচ্ছে, জাতিসংঘের পরীক্ষায় যদি রাসায়নিক অস্ত্র ব্যবহারে সঙ্গে আসাদ বাহিনীর জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হয় তাহলে ইরাকের পরিণতিই ভোগ করতে হতে পারে সিরিয়াকে।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৩
এইচএ/আরকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।