ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বৃষ্টি নেই ভারতের উত্তরপূর্বাঞ্চলে

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৩

আগরতলা (ত্রিপুরা): দেশের বিভিন্ন প্রান্ত যখন ভাসছে জল-বৃষ্টিতে, তখন বৃষ্টি নেই দেশের উত্তরপূর্বাঞ্চলে। এমনকি সাধারণের চেয়েও অনেক কম বৃষ্টি হচ্ছে দেশের এ অঞ্চলে।

যার কারণে তীব্র জল সমস্যা সৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

এমনিতেই দেশের উত্তর পূর্বাঞ্চল পাহাড়ি এলাকা। প্রায় সময়ই জল সমস্যায় ভোগেন এ অঞ্চলের মানুষ। তার উপর এবার বৃষ্টি কম হওয়াতে সমস্যা আরও বাড়বে শুষ্ক মৌসুমে।

আগরতলার আবহাওয়া দপ্তর কর্মকর্তা ডি সাহা জানিয়েছেন, ত্রিপুরায় এবার বৃষ্টি হয়েছে খুবই কম। বর্ষা মৌসুম চলে গেলেও তেমন উল্লেখযোগ্য বৃষ্টি হয়নি এবার। এ অবস্থা গোটা উত্তর-পূর্বাঞ্চলে।

তিনি তথ্য দিয়ে জানান, গত বছর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ত্রিপুরায় বৃষ্টি হয়েছিলো ২০১২ মিমি। এর মধ্যে গত বছর শুধু জানুয়ারি থেকে আগস্ট মাসেই রাজ্যে বৃষ্টি হয়েছিলো ১১৮২ মিমি। কিন্তু এবছর জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত রাজ্যে বৃষ্টি হয়েছে ৮৯৩ মিমি।

রাজ্যে এসময়ে গত বছরের তুলনায় বৃষ্টি কম হয়েছে ২৮৯ মিমি। আর স্বাভাবিকের হিসেব ধরলে জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত রাজ্যে এবছর বৃষ্টির ঘাটটি ৩১৪ মিমি।

আবহাওয়া দপ্তর কর্মকর্তা ডি সাহা জানান, রাজ্যে এবছর বৃষ্টি কম হয়েছে আগরতলাসহ গোটা পশ্চিম জেলায়। জেলাতে বৃষ্টিপাতের পরিমাণ এত কম যে কোনোনভাবেই এবছর আর ঘাটতি পূরণ হবে না। এবছর রাজ্যের সব জেলার মধ্যে বৃষ্টি বেশি হয়েছে উত্তর জেলাতে।

ডি সাহা জানিয়েছেন, ত্রিপুরাসহ উত্তরপূর্বাঞ্চলে বৃষ্টিপাত হয় বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের কারনে। এ বছর বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হ্লেওতা উত্তরপূর্বাঞ্চলে ঢোকে নি। তা চলেগেছে উত্তর ভারত এবং মধ্য ভারতে। যার কারনে এবার উত্তর ও মধ্য ভারতে বৃষ্টিপাত বেশি। তিনি জানান, স্বাভাবিকভাবে দেখা গেছে যে বছর মধ্য ও উত্তর ভারতে বৃষ্টিপাত বেশি হয়, সে বছর উত্তরপূর্বাঞ্চলে কম হয় বৃষ্টিপাত। যা এবছর হয়েছে এখানে।

তিনি জানান, বায়ুমণ্ডলের মধ্যে বিভিন্ন স্তর রয়েছে। সেসব স্তরের মধ্যে পরিবর্তনের কারণেই এবছর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ প্রবেশ করেনি।  

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৩
এএ/এমজেডআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।