ঢাকা: সম্মানজনক শিশু শান্তি পুরস্কার ‘ইন্টারন্যাশনাল চিলড্রেন’স পিস প্রাইজ’ পেলেন পাকিস্তানের মানবাধিকারকর্মী ও কিশোরী ব্লগার মালালা ইউসুফজাই।
মঙ্গলবার শিশু অধিকার সংগঠন কিডস রাইটসের পক্ষ থেকে মালালাকে এই সম্মাননা প্রদানের ঘোষণা দেওয়া হয়।

কিডস রাইটস এক বিবৃতিতে জানায়, বিশ্বের নারীদের শিক্ষার সুযোগ দেওয়ার জন্য লড়াই করতে গিয়ে মালালার তার প্রাণের ভয় করেননি।
শিশুদের অধিকারের জন্য বিশেষ অবদান রাখায় মালালার মেধা ও সাহসকে বিশ্ব দরবারে তুলে ধরার প্রয়াস হিসেবেই তাকে এই পুরস্কার প্রদান করা হচ্ছে বলে বিবৃতিতে জানায় সংগঠনটি।
উল্লেখ্য, নারী ও শিশু শিক্ষার পক্ষে কথা বলে গত অক্টোবরে তালেবানদের গুলিতে মারাত্মক আহত হন এই স্কুল শিক্ষার্থী।

সেখান থেকে উদ্ধার করে প্রথমে পাকিস্তানে চিকিৎসা শেষে যুক্তরাজ্যের বার্মিংহামে নিয়ে যাওয়া হয়। কয়েকমাস আগে সেরে ওঠেন মালালা।
বর্তমানে যুক্তরাজ্যের একটি স্কুলে অধ্যয়নরত মালালা সম্প্রতি জাতিসংঘে তার ১৬তম জন্মদিন পালন অনুষ্ঠানে ভাষণ দেন।
বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৩
এইচএ/আরআইএস