ঢাকা: আনুমানিক ছয় লাখ ১৪ হাজার ফেসবুক ব্যবহারকারীর অনুমতি ছাড়া তাদের ব্যক্তিগত তথ্য বিজ্ঞাপন সংস্থার হাতে যাওয়ায় সামাজিক যোগাযোগ সাইটটিকে দুই কোটি মার্কিন ডলার জরিমানা করা হয়েছে।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, অনুমতি ছাড়া ফেসবুকের প্রায় ১৫ কোটি ব্যবহারকারীর নাম ও ছবি ব্যবহার করে একটি বিজ্ঞাপন সংস্থা।
২০১১ সালে পাঁচজন ব্যবহারকারীর করা একটি অভিযোগের শুনানির পর সোমবার এই জরিমানা ধার্য করেন যুক্তরাষ্ট্রের একটি আদালত।
জানা গেছে, অনলাইনের গোপনীয়তা সংরক্ষণ সংস্থাগুলোর পক্ষ থেকে এ বিষয়ে জানানোর পর যেসব ব্যবহারকারী ইতিবাচক জবাব দিয়েছেন শুধু তারাই এ ক্ষতিপূরণ পাবেন। আর কিছু অংশ পাবেন গোপনীয়তা সংরক্ষণ সংস্থাগুলো।
ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, এই জরিমানা ধার্য করায় তারা ‘সন্তুষ্ট’।
গোপনীয়তা সংরক্ষণ সংস্থাগুলো বলেছে, ব্যবহারকারীদের কোনো অনুমতি ছাড়া অথবা তাদের কোনো ভাতা বা সম্মানী প্রদান ছাড়াই বিজ্ঞাপন সংস্থাটি তাদের বিবরণ ব্যবহার করে।
উল্লেখ্য, ফেসবুকে আপনার ‘অমুক বন্ধু’ এই পণ্যটি অথবা এই সাইটটি ‘লাইক’ করেছেন মর্মে পণ্য বা সাইটের বিজ্ঞাপন প্রমোট করা হয়। এই ধরনের বিজ্ঞাপনী কাজেই ওই ফেসবুক ব্যবহারকারীদের গোপনীয়তা লঙ্ঘন করে তাদের বিবরণ ব্যবহার করা হয় বলে জানায় গোপনীয়তা সংরক্ষণ সংস্থাগুলো।
বাংলাদেশ সময়: ২২৩২ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৩
এইচএ/আরআইএস