ঢাকা: ভারতে দুটি ভবন ধসে কমপক্ষে ছয়জন নিহত হয়েছে। ভবনের নিচে আটকা পড়েছে আরো ৩৫জন।
এনডিটিভির খবরে বলা হয়, বুধবার ভোরে গুজরাটের ভাদোদারা শহরের আটলাদারায় ভবন দুটি ধসে এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ভাদোদারা আরবান ডেভেলপমেন্ট অথরিটি (ভিইউডিএ) নামের একটি হাউজিং কোম্পানি ভবনটি নির্মাণ করে। ভোর সাড়ে চারটার দিকে তিনতলা বিশিষ্ট ওই ভবনটি ধসে পড়ে। এসময় ভবনটির বাসিন্দারা ঘুমিয়ে ছিল।
৩৫ বছরের পুরোনো ওই ভবনটিতে ১৩-১৪টি পরিবার থাকত।
উদ্ধার অভিযানে দমকল বাহিনী, স্থানীয় প্রশাসনের সঙ্গে দেশটির সেনাবাহিনীও অংশ নিয়েছে।
বেঁচে যাওয়া বাসিন্দারা এই দুর্ঘটনা জন্য ভবনটির দুর্বল অবকাঠামোকে দায়ী করেছেন। একইস্থানে অন্যান্য ভবনের অবস্থাও ভালো নয় বলে তারা অভিযোগ করেন।
ঘটনার পর পরই স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌছায়।
ভাদোদারা ডিস্ট্রিক্ট কালেক্টর ভিনোদ রাও বলেন, আটকে পড়াদের উদ্ধারে চেষ্টা চলছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। ভবন ধসের কারণ সম্পর্কে তদন্ত করা হবে।
হতাহতদের বিএনপিএস শাস্ত্রীজী মহারাজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি নিহতদের পরিবারদের দুই লক্ষ করে রুপি দেওয়ার ঘোষণা দিয়েছেন। এছাড়া একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করার ঘোষণা দিয়েছেন।
বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৩
কিএইচ/বিএসকে