ঢাকা: যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা নিউ ইয়র্কের টাইমসের ওয়েবসাইট হ্যাক করা হয়েছে। এই নিয়ে একমাসের মধ্যে দ্বিতীয়বারের মতো শতবছরের ঐতিহ্যবাহী পত্রিকাটির ওয়েবসাইট হ্যাকের কবলে পড়লো।
নিজেদের ফেসবুক পেইজে নিউইয়র্ক টাইমস এটাকে ‘বাহ্যিক দুষ্টচক্রের হামলা’ অভিহিত করে সাইটটি পুনরায় অনলাইনে আনার কাজ চলছে বলে জানায়। এর আগে ১৪ আগস্ট সাইটটি হ্যাক করা হয়েছিল।
বিশ্লেষকরা জানান, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থক গোষ্ঠী এই সাইবার হামলার পেছনে কাজ করেছে।
মঙ্গলবার সাইটটি হ্যাক হওয়ার তিনঘন্টা পরই ওয়েবসাইটটির আশিংক অনলাইনে চলে আসে। যদিও অনেক স্থান থেকেই এখনও সাইটটি দেখা যাচ্ছে না বলে অভিযোগ রয়েছে।
নিউ ইয়র্ক টাইমসের চিফ ইনফরমেশন অফিসার মার্ক ফ্রনস কর্মকর্তাদের সতর্ক করে দিয়ে বলেন, আসাদের সহায়তায় সিরিয়া ইলেকট্রনিক আর্মি এই হামলা চালিয়েছে। অথবা তাদের খুব কাছেরই কেউ হবে যারা এই হামলা পেছনে কাজ করেছে।
তিনি এ সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত যে কোন ধরনের ই-মেইল প্রেরণে কর্মকর্তাদের সতর্ক হওয়ার আহবান জানান।
বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৩
কেএইচ/বিএসকে