ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতীয় রুপির রেকর্ড দরপতন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৩
ভারতীয় রুপির রেকর্ড দরপতন

ঢাকা: ভারতের মুদ্রাবাজারে মার্কিন ডলারের বিপরীতে রুপির মান আশঙ্কাজনকভাবে নীচের দিকে নেমে গেছে।

ডলারের বিপরীতে আবারও ৪ শতাংশ কমে গেছে রুপির মান।

বর্তমানে প্রতি ডলারের বিপরীতে ৬৮.৭৫ রুপি পাওয়া যাচ্ছে। যা দেশটির অর্থনীতিতে ক্রমবর্ধমান উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

দেশটির অর্থনীতিকে পুনরজ্জীবিত করতে ও মুদ্রার মান ওপরের দিকে তুলতে অবকাঠামো প্রকল্পে ২ হাজার ৮’শ ৪০ ডলার অনুমোদনের একদিন পরেই মুদ্রার দরপতনের এ খবর আসে।

এ বছর ডলারের বিপরীতে রুপির মান শতকরা ২০ ভাগ কমেছে। রুপির এ দরপতন বিশ্বে মুদ্রা দরপতনের ঘটনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য।

দেশটির ব্যাংক ও আমদানিকারকের কাছে ডলারের প্রচুর চাহিদা রয়েছে। কিন্তু বিদেশি বিনিয়োগকারীরা ব্যাপক হারে ডলার নিয়ে যাওয়ায় দেশটিতে রুপির এ রেকর্ড পরিমাণ দরপতন ঘটেছে।

বিদেশি বিনিয়োগকারীদের এভাবে ডলার তুলে নেওয়া চলতে থাকলে ভারতের অর্থনীতিকে কঠিন অবস্থার মধ্যে পড়তে হবে এবং বিশ্ববাজারে তাদের অবস্থা খুবই নড়বড়ে হবে। বিদেশি বিনিয়োগকারীরা মঙ্গলবার পর্যন্ত আটটি ধাপে প্রায় ১০০ কোটি মার্কিন ডলারের ভারতীয় শেয়ার বিক্রি করে দিয়েছে।

ইউসিও ব্যাংকের ফরেক্স ডিলার উদয় ভাট বলেছেন, ‘এখন আর রুপির একটা নির্দিষ্ট মান ধরে রাখা সম্ভব হচ্ছেনা। ’

দেশটির মুদ্রামানের এমতাবস্থায় বিদেশি বিনিয়োগ ধরে রাখাও কঠিন হয়ে পড়েছে। যদিও দেশটির নীতিনির্ধারকরা মুদ্রার মান একটা স্থিতীশীল অবস্থায় রাখার মাধ্যমে দেশে বিদেশি তহবিল নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন।

এক্ষত্রে যদি তারা ব্যর্থ হন তবে তা ভারতের জন্য আরেকটি চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। কেননা একই সময়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সিরিয়া আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। যার প্রভাব পুরো এশিয়ার অর্থবাজারেই পড়বে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৩
কেএইচকিউ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।